পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ \లి() (জ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত কৃতি শিক্ষক, শিক্ষা প্রশাসন এবং গবেষকদের মধ্য হইতে তিনজন; (৫) এই বোর্ড অব ষ্টাডিজের মনোনীত সদস্যগণ দুই বৎসর মেয়াদের জন্য গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। o èst (৬) বোর্ড অব ষ্টাডিজের নিম্নরূপ দায়িত্ব হইবে, যথা:- &o (ক) কলেজগুলির নিয়মিত তদারকি ও তত্ত্বাবধানের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও অনুসূচী গেশকর - (খ) অধিভুক্ত কলেজের একাডেমিক যোগ্যতা, কুশলতা ও সামর্থ্য বৃদ্ধির জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও প্রস্তাব পেশ করা: (গ) স্নাতকোত্তর স্তরের পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ, পরীক্ষকদের প্যানেল সুপারিশকরণ এবং বিভিন্ন কোর্সে ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণ সম্পর্কিত প্রবিধান প্রণয়ন করা, এবং বিশেষ কোন বিষয়ে বা বিষয়সমূহের জন্য পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নের পরামর্শ দানের জন্য বাের্ড এক বা একাধিক কমিটি অব কোর্সেস এন্ড ষ্টাডিজ নিয়ােগ করা: (ঘ) একাডেমিক কাউন্সিলের অনুমােদনের জন্য গবেষণার প্রস্তাব পেশ ও প্রত্যেক থিসিস পরীক্ষা ও মূল্যায়নের জন্য পরীক্ষকদের তালিকা সুপারিশ করা: CNN (ঙ) কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের জন্য উদ্যোগ, কর্মসূচী ও ব্যবস্থা গ্রহণ s এবং সেমিনার, ওয়ার্কশপ ও রিফ্রেশার কোর্স অনুষ্ঠান; ON (চ) বোর্ড অব ডাইরেক্টরস বা বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব o পালন । ཨཧྥུ་ཐུག་ལྟ་ཁྱོད་ལ་ཝ༅༽ s ། (১) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র সিন্ডিকেট ও একাডেমিক *"***NS कडलिनत्रेजीमात्रम उड़ावधान s © (ক) শিক্ষাকে অধিকতর উদ্দেশ্যমুখী এবং জাতীয় ভাবধারার সহিত সংগতি - § রাখিয়া সমাজের প্রয়োজনের প্রতি মনোযোগী ও যত্নশীল করার লক্ষ্যে e$ (খ) নব নব জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনা এবং সৃজনশীলতাকে উৎসাহ দান করিবে: (গ) মানুষের জ্ঞানের দিগন্তকে প্রসারিত এবং মানবীয় দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে উৎসাহ যোগাইবে;