জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ o O vඵෆථ (ছ) মহাপরিচালক, শিক্ষা ও সমাজ শাখা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; (জ) পরিকল্পনা-কোষ প্রধান, শিক্ষা মন্ত্রণালয়: (ঝ) পরিচালক, আই, ই, আর, ঢাকা বিশ্ববিদ্যালয়; 。 (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনােনীত প্রত্যেক প্রশাসনিক বিভাৱে । অন্তর্গত কলেজসমূহ হইতে একজন করিয়া অধ্যক্ষ। & অব (৩) এই কেন্দ্র সুচারুরূপে পরিচালনার জন্য সিন্ডিকেট বোর্ড ডাইরেক্টরসকে বিশেষ করিয়া নিম্নবর্ণিত ক্ষমতাসহ, প্রয়োজনীয় প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা:- & (ক) ভীন কর্তৃক প্রণীত কেন্দ্রের বার্ষিক প্রোগ্রাম ও বাজেট বিবেচনা এবং অনুমোদন বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য উীনের নিকট প্রত্যপণ; o (খ) কেন্দ্রের যথাযথ সংগঠন ংলখয়ালয়খনি প্রণয়ন: (৪) এই কেন্দ্রের একটি ংে লি লি এক দিনত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: O o (ক) এই কেন্দ্রের উন যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
- * *
(খ) দ্বিবার্ষিক আবর্তনক্রমে স্কুলের অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রত্যেকটি হইতে জেষ্ঠতর ভিত্তিতে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; ON (গ) স্কুলের ডীন; (ঘ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উন; (ঙ) অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান; (চ) কলেজ পরিদর্শক; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত প্রত্যেক প্রশাসনিক বিভাগে অবস্থিত স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান করে এইরূপ কলেজ হইতে একজন করিয়া অধ্যক্ষ বা অধ্যাপক; (জ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই, ই, আর, এর একজন অধ্যাপক; (ঝ) সদস্য (কারিকুলাম), জাতীয় পাঠক্রম ও টেক্সটবুক বোর্ড;