vවA8 জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ঞ) মহাপরিচালক, শিক্ষা ও সমাজ শাখা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত পরিচালক এর নিম্নে নহেন এইরূপ একজন কর্মকর্তা; (ট) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ বা শিক্ষা বিশেষজ্ঞ । (৫) এই বোর্ডের মনোনীত সদস্যগণ ব্যতিরেকে অন্যান্য সদস্যগণ দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন, তবে তাঁহাদের স্থলাভিষিক্ত সদস্যবৃন্দ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন। (৬) এই বোর্ড অব ষ্টাডিজের নিম্নরূপ দায়িত্ব হইবে, যথা: (ক) স্নাতক-পূর্ব স্তরের বিভিন্ন কোর্স, পাঠক্রম ও পাঠ্যসূচী ఊ অনুশীলন, পরীক্ষণ ও নিরীক্ষণ করা: o, (খ) কলেজে শিক্ষাদানের গুণগতমান নিশ্চিতকরণ এবং উদ্যোগ গ্রহণ ও উৎকর্ষতা অর্জনে উৎসাহ দানের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের নিকট পাঠক্রম ও পাঠ্যসূচীর পরিবর্তনও উন্নয়নের জন্য পরিশ করা: (গ) শিক্ষা উপকরণ ও সরঞ্জাম উন্নয়নের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট পরিকল্পনা ও প্রস্তাব পেশ করা; S. o (ঘ) কলেজগুলির শিক্ষা কার্যক্রম মনিটর করার পদ্ধতি নির্ণয় করা এবং এই সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা: ~ (ঙ) প্রত্যেক শিক্ষক ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক পৃথক উপাত্ত সংগ্ৰহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ করা: の> (5) বোর্ড অব ডাইরেক্টরস্ এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক ন্যস্ত সকল ༧ ཨཱ་ཙཱརྱ་ཨང་ ༠༧། N
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।