পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮼ©Ꮼ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ১৯৯২ সনের ৩৮ নং আইন [২১ অক্টোবর, ১৯৯২] ふ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানকরণকল্পে প্রণীত আইন। o N যেহেতু সকল পর্যায়ের শিক্ষায় জনগণের প্রবেশাধিকার উন্মুক্ত ও ত্বরান্বিত রবার উদ্দেশ্যে একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; <foo ് সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ്:S সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে। ○ ACN সংজ্ঞা ২। বিষয় বা করে পলিইনেছিনা থাকিলে, এই আইনে, (ক) “আঞ্চলিক কেন্দ্র”, ജ് কর্তৃক গৃহীত কার্যাবলী সমন্বয়করণ, তদারককরণ এবং ষ্টাডি সেন্টার ও সহযোগী সেন্টারের বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন অঞ্চলে প্রতিষ্ঠিত বা (*) "একাডেমিক কাউন্সিল” অর্থ ধরা ২২ এর অধীন গঠিত একাডেমিক কাউন্সিল; o கு) “ofo” of University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) assis ol ঠত Q, University Grants Commission of Bangladesh; o & (ঘ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৮ এর অধীন কোন কর্তৃপক্ষ; Q o (ঙ) “কোষাধ্যক্ষ” অর্থ ধারা ১৫ এর অধীন নিযুক্ত কোষাধ্যক্ষ; § (চ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; o (ছ) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের জন্য ছাত্র হিসাবে ভর্তিকৃত যে § কোন পুরুষ বা নারী; (জ) “দূরশিক্ষণ পদ্ধতি” অর্থ বিভিন্ন যোগাযোগ মাধ্যম, যথা, করেস্পনডেন্স, রেডিও, টেলিভিশন, সেমিনার বা কন্টাক্ট প্রোগ্রামের মাধ্যমে অথবা ঐ সকলের দুই বা ততোধিক পদ্ধতির সমন্বয়ে শিক্ষাদান;