পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v*No)8 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (৬) কোষাধ্যক্ষ সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ করিবেন। রেজিস্ট্রার ১৬। রেজিস্ট্রার বোর্ড এবং একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করিবেন এবং বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে, অর্থ বিষয়ক চুক্তি ব্যতীত, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত চুক্তিসহ অন্য যে কোন চুক্তিতে স্বাক্ষর করিতে পারিবেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোন রেকর্ডের যথার্থতা প্রদান করিবেন। Ö O.C ಶ್ಗ ১৭। (১) যে সকল কর্মকর্তার নিয়োগ পদ্ধতি সম্পর্কে এই আইনের অন্য ཨཱ་ཨཱ་༔ཧཱུཾ། ཨཱ་ལ་ কোথাও কোন বিখন কুৱা হয় নাই সে সকল কর্মকর্তা সন্ধির নির্ধারিত পদ্ধতিতে বোর্ড কর্তৃক নিযুক্ত হইবে। s (২) উপ-ধারা (১) এর অধীন নিযুক্ত কর্মকর্তাগণ সংবিধি, বিশ্ববিদ্যালয় রেগুলেশন ও প্রবিধান বার নির্ধারিত ক্ষমত প্রয়ােগ ও দায়িত্ব পালন করবেন। N বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ কর্তৃপক্ষ থাকিবে, যথা: lo (ক) বোর্ড; Q (খ) একাডেমিক কাউন্সিলঃ (ণ) স্থল ত্ৰ (s) পাঠ্যক্রম কমিটি; () લેમિ o o (চ) ওয়ার্কস কমিটি ട്ട് (ছ) ষ্টাফ অ্যাফেয়ার্স কমিটি; SON o (জ) বাছাই বোর্ড; Q (ঝ) একাডেমিক প্লানিং কমিটি; § S (ঞ) ভর্তি কমিটি; (ট) তুল্যতা (equivalence) কমিটি; (ঠ) শৃঙ্খলা কমিটি; (ড) সংবিধিতে বিবৃত অন্যান্য কর্তৃপক্ষ। ്