পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v5ჯybr বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (৫) কোন স্কুলের ডীন বোর্ড কর্তৃক, ভাইস-চ্যান্সেলরের সুপারিশক্রমে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং তিনি তিন বৎসরের মেয়াদে উক্ত পদে অধিষ্ঠিত থাকিবেন, এবং যদি ডীন নিয়োগের জন্য কোন অধ্যাপক পাওয়া না যায় তাহা হইলে ভাইস-চ্যান্সেলর যে কোন একজন করিতে পারিবেন। ę No (৬) সকল একাডেমিক বিষয় স্কুলসমূহের মাধ্যমে একাডেমিক কাউন্সিলের নিকট প্রেরণ করিতে হইবে। ് পাঠ্যক্রম কমিটি ২৪। (১) প্রত্যেকটি বিষয় বা বিষয়-সমষ্টির জন্য এক একটি করিয়া পাঠ্যক্রম কমিটি থাকিবে, যাহা পাঠ্যক্রম ও সিলেবাস প্রণয়ন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশনের অধীনে উহার উপর অর্পিত অন্যান্য কার্য সম্পাদনের (২) পাঠ্যক্রম কমিটির গঠন ও মেয়াদ বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে। NOঅর্থ কমিটি ২। (১)নির্মিত সদস্যরেস্টী অৰ্ধকটি গঠিত হবে যথা:– - \ (ক) ང་རྩོད་ 9ཨ་ཨཱ་যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (*) ভাইস-চলের কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত একজন প্রো-ভাইস - স্ত 3. (গ) বোর্ড কর্তৃক মনোনীত চারজন ব্যক্তি যাহারা বিশ্ববিদ্যালয়ের বেতনভূক্ত হইতে বা থাকতে পরিবে: না এবং যাহাদের মধ্যে অনূ্যন দুইজনকে --- অর্থ এবং প্রশাসন সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ হইতে হইবে: N. - O (ঘ) একাডেমিক কাউন্সিলের মনোনীত একজন ডীন; xS) ‘S (ঙ) বোর্ড কর্তৃক মনোনীত দুইজন সদস্য যাহাদিগকে অর্থ ও প্রশাসন *N সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ হইতে হইবে। so (২) কোষাধ্যক্ষ অর্থ কমিটির সচিবের দায়িত্ব পালন করিবেন। o (৩) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: - O তবে শর্ত থাকে যে, তাহার পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও, তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।