পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেতন বৃদ্ধি শিক্ষকদের দায়িত্ব xS) o ー (গ) গবেষণা পরিচালনা, নির্দেশনা এবং তত্ত্বাবধান করা: o - ○br& বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (২) বাছাই বোর্ড নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বোর্ড কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সংশ্লিষ্ট স্কুলের উীন বা সংশ্লিষ্ট অফিসের প্রধান; (ঘ) বোর্ড কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ের উপর দুইজন মনোনীত বিশেষজ্ঞ। * (৩) ভাইস-চ্যান্সেলর, সংশ্লিষ্ট স্কুলের ডীন বা সংশ্লিষ্ট অফিস প্রধানের সুপারিশক্রমে অধ্যাপক বা অফিস প্রধানের পদ ব্যতীত, অন্যান্য পদের ক্ষেত্রে, সাধারণতঃ অনূর্ধ্ব ছয় মাসের জন্য অস্থায়ী নিয়োগ প্রদান করিতে পারিবেন। * ১৫। কোন শিক্ষক কিংবা কোন কর্মকর্তা বা কর্মচারীকে তাহার উপর প্রদান করা যাইবে, তবে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে এই বেতন-বৃদ্ধি মঞ্জুর করা যাইবে না; এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল দায়িত্বের জন্য কোন আর্থিক সুবিধা প্রদান করা যাইবে সেই সকল দায়িত্বের মধ্য হইতে একাধিক দায়িত্ব কোন F་ཁུལ།; ཝ་ལོག་རྨ་ཤག་ལ་ གི་ཀྲ་ཤྲ་ཥ་གཤ་བྷམ་ཤ་ཀ ། റ് ১৬। বিশ্ববিদ্যালয়ের ি র দায়িত্ব হইবে so (ক) বহুমুখী যোগাযোগ-মাধ্যমের শিক্ষা উপকরণ, টিউটরিয়াল, আলোচনা, সেমিনার, প্রদর্শনী এবং অনুরূপ অন্যান্য পদ্ধতিতে ছাত্রদিগকে ৯.দিন seo বহুমুখী যোগাযোগ-মাধ্যমের শিক্ষা উপকরণ প্রস্তুতের পরিকল্পনা করা - এবং উহা প্রস্তুত করা; এবং উহা ব্যবহার করা: (ঘ) বিশ্ববিদ্যালয় এবং উহার স্কুলসমূহের পাঠ্যসূচী, পাঠ্যক্রম ও পাঠ্য উপকরণ প্রণয়ন, পরীক্ষাসমূহ পরিচালনা, গ্রন্থাগার এবং অন্যান্য পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সংগঠনে কর্তৃপক্ষকে সহায়তা দান করা: (ঙ) আঞ্চলিক কেন্দ্র এবং ষ্টাডি সেন্টারের কর্মকাণ্ড সংগঠনে বিশ্ববিদ্যালয়কে সাহায্য করা; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক তাহদের উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা। 。 èst