পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vobہی سر ১৭। রেজিস্ট্রার পরিচালক (প্রশাসন) হিসাবে কাজ করিবেন এবং (ক) সকল রেকর্ডপত্র, সাধারণ সীলমোহর এবং বোর্ড কর্তৃক তাহার জিম্ময় ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তির জিম্মাদার হইবেন; (খ) সাধারণতঃ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক পত্র-যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করিবেন; (গ) বোর্ড, একাডেমিক কাউন্সিল এবং এই আইনের ভিন্নরূপ ব্যবস্থা না থাকিলে, এমন অন্যান্য কমিটির সচিব হিসাবে কাজ করিবেন যে কমিটিতে তাহাকে অন্তর্ভুক্ত করা হয়; (ঘ) দফা (গ) তে বর্ণিত কর্তৃপক্ষসমূহের সভায় উপস্থিত থাকিবেন এবং o (8) বোর্ড কর্তৃক সময় সময় নির্ধারিত কর্তব্যসমূহ এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন: Q -ം o তবে শর্ত থাকে যে, ভাইস-চ্যান্সেলর লিখিতভাবে উপরি-উল্লিখিত যে কোন বা সলনি নামেনেবলিউদ অর্ণ রুপনে। ১৮। ভিন্নরূপ বিধান না থাকিলে, এই সংবিধির অধীন গঠিত কোন কমিটি সুন্দ বা বোর্ডের কোন সদস্যের পদের মেয়াদ হইবে দুই বৎসর, তবে তাহার পদের মেয়াদ শেষ হইয়া যাওয়া সত্ত্বেও তিনি তাঁহার উত্তরাধিকার কার্যভার গ্রহণ না ཁཁཀཙཝ་གི་ཨ་ཝར་གཙང་ལ། །གྱེས་ ১৯। কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অনূ্যন পাঁচ বৎসর, কিন্তু দশ আনুতোষিক বৎসরের কম গণনাযোগ্য চাকুরী করার পর চাকুরী হইতে অবসর গ্রহণ বা পদত্যাগ করিলে বা পদ অবলুপ্তির কারণে তাহার চাকুরীর অবসান ঘটিলে বা তাহার মৃত্যু হইলে, তাহাকে বা তাহার পরিবারকে তিনি যত বৎসরের গণনাযোগ্য চাকুরী করিয়াছেন উহার প্রতি পূর্ণ বৎসরের জন্য তাহার সর্বশেষ মাসিক মূল বেতন অপেক্ষা বেশী নয় এই পরিমাণ অর্থ আনুতোষিক হিসাবে

  • - " - -

ཝཀ་ཏ་གཱཀྱ་མཚོར་བ་། ૨૦ কোন শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অনুন দশ বৎসর গণনাযোগ্য চাকুরী অবসর ভাতা করার পর অবসর গ্রহণ বা পদত্যাগ করলে অথবা তাহার মৃত্যু হইলে বা পদ কর্মকর্তা বা কর্মচারী সম্পর্কে সরকার সময় সময় অবসর ভাতার যে হার নির্ধারণ করে সেই হারে তাহাকে বা, তাহার মৃত্যু হইলে, তাহার পরিবারকে অবসর ভাতা প্রদান করা হইবে।