পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அl-b. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (৬) কোন সার্বক্ষণিক এম,এল,এস,এস, বিশ্ববিদ্যালয়ে তাহার চাকুরীর নবম বৎসর পূর্ণ করিলে পরিচালক (প্রশাসন) তাহাকে, বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে, অবসর গ্রহণ বা পদত্যাগের পূর্বে তাহার মৃত্যু হইলে মৃত্যু তারিখে তিনি দফা (৪) এর অধীন যে আনুতোষিক পাওয়ার অধিকারী হইতেন তাহার সম্পূর্ণ অর্থ কিভাবে বিলি-বন্দেজ করা হইবে তাহা উল্লেখ করিয়া, একটি ঘোষণা ১০প্রদানের জন্য, যদি তিনি ইতিপূর্বে উহা প্রদান না করিয়া থাকেন, যে আহ্বান ? করিবেন; এবং তাঁহার আনুতোষিকের অর্থ উক্ত ঘোষণা অনুযায়ী প্রদান করাহইবে। o (৭) কোন এম,এল,এস,এস, কর্তৃক প্রদত্ত ঘোষণা যে কোন সময় প্রত্যাহারযোগ্য হইবে এবং তাহার মৃত্যুর পূর্বে পরিচালক (প্রশাসন) কর্তৃক প্রাপ্ত

  • 0:مساجد۔ بے কোন নতুন ঘোষণা (যদি দেওয়া হইয়া থাকে) কার্যকর হইবে।

(৮) কোন এম,এল,এস,এস, এর বিবাহ বা পুনর্বিবাহের সংগে সংগে তৎকর্তৃক ইতিপূর্বে প্রদত্ত যে কোন ঘোষণা বাতিল হইয়া যাইবে এবং পরিচালক (প্রশাসন) কর্তৃক কোন সংশোধিত ঘোষণা প্রাপ্ত না হইলে তাহার আনুতোষিক অর্ধদক্স(১০) অনুবাদী বনক হবে। (১) যদি কোন বােলয় নে জঞ্জা বাজিক মনােনীত কৰা হয় তাহা হইলে, উক্ত ব্যক্তি আনুতোষিকের অর্থ প্রদানের কালে ও অপ্রাপ্তবয়স্ক করিতে হইবে তাহা উক্ত ঘোষণায় উল্লেখ করিতে হইবে। o (১০) যে ਾਂ কোন সার্বক্ষণিক এম,এল,এস,এস, তাহার পরিবার সদস্য বা সদস্যগণের অথবা অন্য কোন ব্যক্তির অনুকূলে কোন ঘোষণা পাওয়া না যায় সেক্ষেত্রে তাহার আনুতোষিকের অর্থ তাহার ধর্মীয় আইন (Personal wজীবনকাল। So (১১) আনুতোষিকের অর্থ প্রদানের পূর্বে পরিচালক (প্রশাসন) আদালত Q কর্তৃক এতদুদ্দেশ্যে ইসুকৃত উত্তরাধিকার সার্টিফিকেটের একটি প্রমাণীকৃত কপি § গ্রহণ করিবেন; এবং আনুতোষিকের কল্যাণভোগী ব্যক্তিগণ তদনুসারে তাহাদের - নিজ নিজ অংশ পাইবেন। o వ్రైః ৩১। (১) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী কল্যাণ Q క్ట్ల তহবিল, অতঃপর কল্যাণ তহবিল বলিয়া উল্লিখিত, নামে একটি তহবিল বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত হইবে এবং এই তহবিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাহাদের পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করা হইবে: