পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిఫిరి বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (ঙ) কল্যাণ তহবিলের অর্থ বিনিয়োগের ফলে প্রাপ্ত মুনাফা এবং সুদসহ সকল আয়। (৫) কোন তফসিলী ব্যাংকে কল্যাণ তহবিলের নামে একটি হিসাব খুলিয়া তহবিলের সকল অর্থ উক্ত হিসাবে জমা করিতে হইবে এবং কল্যাণ তহবিল ট্রাষ্টি বোর্ড, অতঃপর এই অনুচ্ছেদে ট্রাষ্টি বোর্ড বলিয়া উল্লেখিত, হইতে ক্ষমতাপ্রাপ্ত আরোপিত কোন শর্ত থাকিলে তাহা সাপেক্ষে, উক্ত হিসাব হইতে টাকা তহবিলের টাকা যথাসম্ভব প্রতি মাসের প্রথমার্ধে উক্ত হিসাবে জমা করিতে হইবে। o (৬) প্রতি অর্থ বৎসরে কল্যাণ তহবিলের সুবিধাভোগীগণকে প্রদেয় অর্থের সম্ভাব্য পরিমাণ, পরিচালক (অর্থ ও নিরীক্ষণ) আনুমানিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করবেন এবং উহার অতিরিক্ত অর্থ বোর্ড অব গভর্ণর্স কর্তৃক নির্দিষ্টকৃত সিকিউরিটিতে বিনিয়োগ করিতে হইবে; এই বিনিয়োগ হইবে বিশ্ববিদ্যালয়ের নামে, তবে কোন সিকিউরিটিতে কি পরিমাণ অর্থ কি শর্তে বিনিয়োগ করা হইবে তাহা নির্ধারণ করিবে কল্যাণ তহবিল ট্রাষ্টি বোর্ড। (৭) পরিচালক (অর্থ ও নিরীক্ষণ), অর্থ কমিটি কর্তৃক নির্ধারিত ফরমে, তহবিলের সকল অর্থের হিসাব-নিকাশ সুস্পষ্টভাবে রক্ষণ করিবেন এবং এই হিসাব-নিকাশ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হিসাব-নিকাশের ন্যায় একই সংগে এই তহবিলের হিসাব-নিকাশের প্রাক-নিরীক্ষা করিতে পারিবে। (৮) কল্যাণ-তহবিল ট্রাষ্টি বোর্ড, অতঃপর ট্রাষ্টি বোর্ড বলিয়া উল্লিখিত, কর্তৃক ক্যা তহবিল পরিচালিত হইবে এবং নিম্নবর্ণিত সদস্যগণের সম্বয়ে এই ট্রাষ্টি বোর্ড গঠিত হইবে, যথা: ് (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (*) বোর্ড অব গভর্ণর্স কর্তৃক মনোনীত উহার একজন সদস্য; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন সদস্য, এই উপ অনুচ্ছেদে উল্লিখিত ব্যক্তিগণ ব্যতীত; (ঘ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; এবং (ঙ) পরিচালক (অর্থ ও নিরীক্ষা), যিনি ট্রাষ্টি বোর্ডের সচিবও হইবেন। (৯) কল্যাণ-তহবিল হইতে আর্থিক মঞ্জুরী পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বা তাহাদের পরিবারবর্গের দাবী মিটানো, মঞ্জুরী uB BB BD uk DuS NONo