G o বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ 8の> (৩) সচিব (ক) কমিশনের বাজেট প্রস্তুত করিয়া অনুমোদনের জন্য উহা কমিশনের নিকট উপস্থাপন করিবেন; (খ) কমিশনের হিসাব সংরক্ষণ, হিসাবের বার্ষিক বিবরণী প্রণয়ন এবং হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; (গ) কমিশনের অর্থ ও সম্পত্তি সংরক্ষণ, হেফাজত, নিয়ন্ত্রণ ও পরিচালনা করিবেন এবং দলিল ও কাগজপত্র সংরক্ষণ ও হেফাজত করিবেন; ് (ঘ) কমিশনের প্রশাসনিক কাজ তদারক করিবেন এবং যাহাতে তাহা সুষ্ঠুভ বে সম্পাদিত হয় সেই দিকে লক্ষ্য রাখিবেন; <o (ঙ) কমিশন বা চেয়ারম্যান কর্তৃক অর্পিত বা নির্দিষ্টকৃত অন্যান্য vš দায়িত্ব পালন করিবেন। S. ON ১২। (১) কমিশন উহার কাজ সুষ্ঠভাবে পরিচালনার প্রয়োজনে অন্যান্য কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত করিতে পারবে এবং তাহদের চাকরীর শর্তাবলী "" ** চার বিধি দ্বারা নির্ধারিত হইবে: © o তবে শর্ত থাকে যে, সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে কমিশন কোন কর্মকর্তাব কর্মচারপদ সৃষ্ট করতে পারবেনুত o ১৩। কমিশন উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তাদানের জন্য এক কমিটি বা একাধিক কমিটি নিয়োগ করিতে পরিবে । NY’ ১৪। (১) কমিশনের একটি ང་རྗེ་ཤཱིལ། থাকিবে এবং উহাতে সরকারের কমিশনের তহবিল অনুদান, অন্য কোন উৎস হইতে প্রাপ্ত দান ও অনুদান এবং কমিশন কর্তৃক প্রাপ্ত ফি এবং অন্য যে কোন অর্থ জমা হইবে। o (S) এই তহবিল কমিশনের নামে তৎকর্তৃক অনুমোদিত কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উঠানো যাইবে। (৩) এই তহবিল হইতে কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। - o ১৫। কমিশন প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী বাজেট অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বৎসরে সরকারের নিকট হইতে কমিশনের কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে। ১৬। (১) কমিশন যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাব রক্ষণ ও হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে । নিরীক্ষা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।