পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আভ্যন্তড়ীণ নৌযান শ্রমিক (নিয়োগ-নিয়ন্ত্রণ) আইন ১৯৯২ 8の“i Employment) Act, 1965 (E. P. Act III of 1965), Togotá úč Act বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। ৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে শ্রম পরিচালক বা তাহার নিকট তদন্ত করা ও তথ্য হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা- সংগ্রহের ক্ষমতা (ক) যে কোন ব্যক্তিকে কোন রেকর্ড, দলিলপত্র বা তথ্য পেশের নির্দেশ প্রদান করিতে পারিবেন; - o (খ) যুক্তিসংগত সময়ে নৌযানে বা তৎসম্পর্কিত যে কোন স্থানে প্রবেশ èst করিতে পারিবেন; so (গ) নৌযান সম্পর্কিত যে কোন খাতাপত্র, রেকর্ড, রেজিস্টার বা দলিলপত্র ് পরীক্ষা-নিরীক্ষা করিতে পরিবেন এবং অনুরূপ যে কোন খাতাপত্র, রেকর্ড, রেজিস্টর বা দলিলপত্র তাহার নিকট পেশ করার জন্য ও o সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ প্রদান করিতে পারিবেন; *** (ঘ) নৌযান সম্পর্কিত যে কোন বিষয়ে যে কোন ব্যক্তির বক্তব্য বা বিবৃতি । o তবে শর্ত থাকে যে, এ দফার অধীন কোন ব্যক্তি এমন কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য হইবে না যাহাতে তিনি নিজে কোন অপরাধে জড়িত হইতে পারেন। ംര് > جمیر ৭। কোন ব্যক্তি এই আইন বা বিধির অধীন প্রদত্ত কোন আদেশ বা ಛಿ নির্দেশ পালনে বা তথ্য সরবরাহে ব্যর্থ হইলে বা কোন তদন্তের সময় তদন্ত "" কারী কর্মকর্তার সহিত সহযোগিতা না করিলে তিনি অনুর্ধ ৩ মাসের কারাদণ্ডে বা অনুর্ধ ২০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। o ৮। শ্রম পরিচালক হইতে এতদুদেশে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তির লিখিত অপরাধ বিচারার্থ গ্রহণ অভিযোগ ছাড়া কোন আদালত এই আইনের অধীন কোন মামলা বিচারের ইত্যাদি জন্য গ্রহণ করিবে না। Q. so ৯। সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন মালিক বা কোন অব্যহতি প্রদানের শ্রেণীর মালিককে এই আইনের যে কোন বা সকল বিধান হইতে অব্যাহতি "" ২১০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন বিধি প্রণয়নের ক্ষমতা SS (S) The Inland Water Transport (Regulation of * * হেফাজত