পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8のあ চিংড়ি চাষ অভিকর আইন, ১৯৯২ ১৯৯২ সনের ৫৩ নং আইন [১০ নভেম্বর, ১৯৯২] - ് চিংড়ি চাষ এলাকার উপকৃত জমির উপর অভিকর আরোপকল্পে প্রণীত so আইন। Q যেহেতু চিংড়ি চাষ এলাকার উপকৃত জমির উপর অভিকর আরোপ করা ് সমীচীন ও প্রয়োজনীয়; N o, & সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- ve ১। (১) এই আইন চিংড়ি চাষ অভিকর আইন, 888༤ Tཝ་ ལཱ(ཙམི་ཚ সংক্ষিপ্ত শিরোনামা ও হইবে। o প্রবর্তন (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন বলবৎ হইবে। ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা o (ক) “অভিকর” অর্থ এই আইনেরཨཱ་རྀག་ প্রদেয় অভিকর; o (খ) “জমির মালিক” অর্থে জমির দখলদারকেও বুঝাইবে;

  • * (*) “ois BioF Golč" of Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P.O No. 59 of 1972)

এর অধনoßG Water Development Board; «FR o (ঘ) "বিধি অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি। ༣ལྡིང་རེད།---- ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের প্রাধান্য আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর হইবে। o ৪। (১) সুরকার কর্তৃক চিড়ি চাষ এলাকায় নির্মিত বাধ বা খননকৃত খাল অভিকর আরোপ ং স্থপিত পানি নিয়ন্ত অবয়বের দরুন কোন জমি উপকৃত হইয়াছে বা CŞ উপকৃত হইতে পারে বলিয়া সরকার যদি অভিমত পোষণ করে, তাহা হইলে সরকার উক্ত এলাকায়, অতঃপর প্রজ্ঞাপিত এলাকা বলিয়া উল্লিখিত, প্রজ্ঞাপনের মাধ্যমে উহাতে উল্লিখিত হারে, অভিকর আরোপ করার অভিপ্রায় ঘোষণা করিতে পারিবে: