চিংড়ি চাষ অভিকর আইন ১৯৯২ 8XX (৬) এই ধারার বিধান সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত ব্যক্তি দ্বারা এবং পদ্ধতিতে অভিকর আদায় করা হইবে। (৭) উপ-ধারা (৫) এর অধীন নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে অভিকর অধিকারী হইবেন। ് o (৮) উপ-ধারা (৫) এর অধীন নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে যদি কোন § জমির মালিক অভিকর পরিশোধ না করেন, তাহা হইলে তাঁহাকে অপরিশোধিত CŞ হইবে। ৬। আপাততঃ বলবৎ অন্য কোন আইন, রীতিনীতি, প্রথা বা চুক্তিতে যাহাই অভিকর প্রদানের থাকুক না কেন, প্রজ্ঞাপিত এলাকায় আরোপিত অভিকর সংশ্লিষ্ট জমির মালিক " কর্তৃক প্রদেয় হইবে: &o তবে শর্ত থাকে যে, যুগ-মালিক ধারণকৃত কোন জমির উপর যদি অভিকর আরোপ করা হয়, তাহা হইলে উক্ত অভিকর উক্ত জমির আয় গ্রহণকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় হইবে, যাহা তিনি- 8 (ক) উক্ত জমির আয় ভাগ করার পূর্বে কর্তন করিয়া রাখতে পারেন, বা (খ) অভিকর প্রদানে দায়ী ব্যক্তি হইতে এইভাবে আদায় করিতে পারবেন যেন উক্ত প্রদানকার তাহার নিকট হইতে ঋণ গ্রহণ করিয়াছিলেন। പ്പ് ৭ । এই আইনের অধীন সুদসহ যাবতীয় বকেয়া অভিকর পাবলিক ডিমান্ড বকেয়া অভিকর ও সুদ (Public demand) fossa Stars off of আদায় ৮। সরকার এই আইনের অধীন উহার সকল অথবা যে কোন ক্ষমতা, ক্ষমতা অর্পণ সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে অর্পণ করিতে পরিবে। ২১ ৯। এই আইনের উদেশ্য পূরণকল্পে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন বিধি প্রণয়নের ক্ষমতা ് -
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।