পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>や সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ ১৯৯৩ সনের ১৫ নং আইন [৮ জুন, ১৯৯৩] - o সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠার বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। o - যেহেতু সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, সিকিউরিটিজ SS মার্কেটের উন্নয়ন এবং এতদসংক্রান্ত বিষয়াবলী বা তদধীনে আনুষংগিক বিধান ് প্রণয়নের উদ্দেশ্যে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন নামে একটি কমিশন ം് প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; sò সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- s o ১। (১) এই আইন সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ নামে সংক্তিপ্ত শিরোনামা ও অভিহিত হইবে। ○ প্রবর্তন (২) ইহা ২০শে বৈশাখ, ১৪০০ মোতাবেক ৩রা মে Sసారి তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। ംരു > ২। (১) বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- সংজ্ঞা U” (ক) "কমিশন" অর্থ ধর ৩ এর প্রধন প্রতিষ্ঠিত সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন; § \\ (খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন তহবিল; -പ്പ "বাঙ্গ অর্থে যে কোন প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত হইবে;] \ n) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; - o (চ) "সদস্য” অর্থ কমিশনের সদস্য 1 ] o cSR * দফা (ঘ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ২ CŞ ধারাবলে বিলুপ্ত।

  • দফা (ঘঘ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ৭ নং আইন) এর ২

ধারাবলে সন্নিবেশিত। দাড়িটি ( ) সেমিকোলনের (;) পরিবর্তে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০০০ (২০০০ সনের ২৩ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত ।