মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ 8X (২) যদি কোন ব্যক্তি (ক) কর চালানপত্র প্রদান না করেন অথবা গুরুত্বপূর্ণ তথ্যের দিক হইতে অসত্য কর চালানপত্র প্রদান করেন; অথবা (কক) তৎকর্তৃক সরবরাহকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক দুইবার নির্দেশিত হওয়া সত্ত্বেও, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদান করিতে অথবা কোন কর মেয়াদে দাখিলপত্র প্রদানের নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হইয়া গেলেও উহা দাখিল করিতে ব্যর্থ হন;] (খ) গুরুত্বপূর্ণ তথ্যের দিক হইতে অসত্য দাখিলপত্র প্রদান করেন; অথবা না করিয়া এবং চলতি হিসাব পুস্তক (মূসক-১৮) এ প্রদেয় মূল্য সংযোজন কর লিপিবদ্ধ না করিয়া পণ্য সরবরাহপূর্বক মূল্য সংযোজন কর ফাকি দেওয়ার চেষ্টা করেন; অথবা] >\Oʻ o (গ) মূল্য সংযোজন কর কর্মকর্তাকে কোন জাল বা মিথ্যা দলিলপত্র প্রদান করিয়া উহার মাধ্যমে কর ফাকি দেন বা দেওয়ার চেষ্টা করেন; অথবা പസ (ঘ) এই আইন বা বিধি অনুযায়ী সংরক্ষণ করা প্রয়োজন এইরূপ কোন নথিপত্র সংরক্ষণ না করেন অথবা অনুরূপ কোন নথিপত্র ধ্বংস বা পরিবর্তন করেন বা উহার অংগচ্ছেদ করেন বা উহাকে মিথ্যা প্রতিপন্ন করেন অথবা উক্ত নথিপত্র এই আইনের প্রয়োজন মোতাবেক সংরক্ষণ না করেন; অথবা Sー (8) সমলখি বানানেল অথবা -o-, * (চ) মূল্য সংযোজন কর সংক্রান্ত কোন নথিপত্র, বহি বা অন্য কোন দলিলপত্র পরিদর্শন বা আটক করার জন্য এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তাহার ব্যবসার স্থলে প্রবেশকালে বাধা প্রদান করেন বা প্রবেশ করা হইতে বিরত ༣ ཝ་ར་མ་༑ ཨལ་ཐ། co কোন পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক S- শুল্ক ফাকি দেওয়া হইয়াছে বলিয়া জানা সত্বেও বা বিশ্বাস করার মত NON কারণ থাকা সত্বেও উক্ত পণ্য গ্রহণে বা উহার দখল অর্জনে বা RS লেনদেনে লিপ্ত হন; অথবা ് (জ) জাল বা ভূয়া চালানপত্রের মাধ্যমে উপকরণ কর রেয়াত গ্রহণ করেন; অথবা
- দফা (কক) অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ১১ ধারাবলে সন্নিবেশিত। * দফা (খখ) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৫ ধারাবলে সন্নিবেশিত।
o শ(খখ) বিক্রয় হিসাব পুস্তক (মূসক-১৭) এ বিক্রয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ &