88 মূল্য সংযোজন কর আইন, よ。ああふ তাহার ব্যবসায় অঙ্গন তালাবদ্ধ করা যাইবে না বা তাহার নিবন্ধন বাতিল করা যাইবে না] ] বাজেয়াপ্তকরণ ৩৮। যদি (১) কোন নিবন্ধনযোগ্য ব্যক্তি নিবন্ধিত হওয়ার পূর্বে কোন করযোগ্য পণ্য o প্রস্তুত বা উৎপাদন করেন বা করযোগ্য পণ্যের ব্যবসায়ে নিয়ােজিত ২০ হন, তাহা হইলে উক্ত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে; অথবা T(s) কোন নিবন্ধিত ব্যক্তি- <? (ক) কোন করযোগ্য পণ্য চালানপত্র ব্যতিরেকে ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন, বা ും്
- (কক) চালানপত্রে প্রদর্শিত কর অথবা সংশ্লিষ্ট পণ্য বা সেবার উপর প্রযোজ্য কর পরিশোধ ব্যতীত পণ্য সরবরাহ বা সেবা প্রদান করেন; বা] o
(খ) করযোগ্য এইরূপ কোন পণ্য চালানপত্র সহ ব্যবসায় অঙ্গন হইতে অপসারণ করেন যাহার গন্তব্য স্থান পর্যন্ত উক্ত চালানপত্র উহার সনিক্সে বা (গ) ধারা ৬ উপর (৪ক) এ বর্ণিত বিধান প্রতিপালনে ব্যর্থ হন, তাহা হইলে উক্ত পণ্য বাজেয়াপ্তযোগ্য হইবে এবং উক্ত নিবন্ধিত ব্যক্তি, তাহার প্রতিনিধি বা উক্তরূপ কর্মকাণ্ডের সহিত জড়িত যে কোন ব্যক্তিকে উক্ত পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কের অনু্যন অর্ধেক এবং অনুর্ধ্ব দ্বিগুণ পরিমাণ অর্থ প্রদান করিতে হইবে। বাজেয়াপ্তির সীমা د)) ډن( এই আইনের অধীন কোন পণ্য বাজেয়াপ্তকরণ বলিতে উক্ত পণ্য যে মােড়ক পাওয়া যায় সেই মোড়ক এবং উহাতে প্রাপ্ত সকল বস্তুও অন্তর্ভুক্ত হইবে। s
- -“তালাবদ্ধ করা যাইবে না বা তাহা নিবন্ধন বাতিল করা যাইবে না" শব্দগুলি “তালাবদ্ধ করা যাইবে না" শব্দগুলির s পরিবর্তে অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ৮ ধারাবলে প্রতিস্থাপিত।
So “প্রস্তুত বা উৎপাদন করেন বা করযোগ্য পণ্যের ব্যবসায়ে নিয়োজিত হন” শব্দগুলি “প্রস্তুত বা উৎপাদন করেন” CŞ শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। উপ-ধারা (২) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত। দফা (কক) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৬ ধারাবলে সন্নিবেশিত। “অনু্যন অর্ধেক এবং অনুধর্ব দ্বিগুণ” শব্দগুলি “অনু্যন সমপরিমাণ এবং অনুধৰ্ব আড়াই গুণ” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৮ ধারাবলে প্রতিস্থাপিত।