পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৯৩ 8C 여 (৭) ধারা ৭৩ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা: “(৪) উপ-ধারা (৩) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন è (ক) কৃত সকল কাজকর্ম বা গৃহীত সকল ব্যবস্থ এই আইনের ২৫ অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং & - (খ) প্রণীত সকল বিধি, প্রদত্ত সকল আদেশ ও জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত বা জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে।” ... (৮) তৃতীয় তফসিলের পরিবর্তে এই আইনের চতুর্থ তফসিলে বর্ণিত তফসিল প্রতিস্থাপিত হইবে। &o o আয়কর ৯। (১) উপ-ধারা (২), (৩), இல் এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরের জন্য কোন কর (ఇ) ఏన్సరి সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা বাবা তো আর ১২.৫% এর সমপরিমাণে হাস করা হইবে। - - (e) శాకా శా శా శా శాతాణా কর নির্ধারণের ক্ষেত্রে করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে তৃতীয় ও তফসিলের অনুচ্ছেদ ক অথবা খ (৩) এ নির্দিষ্ট কর হার এর মধ্যে যে হারটি ১ করদাতার অনুকলে যাইবে, সেই হার অনুযায়ী করদাতা কর প্রদান করিবে। o (৪) (ক) ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে, কোন o কোম্পানী যাহা বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ so করদাতা ব্যতীত, অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী & ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে দফা Q (খ) ও (গ) এর বিধান সাপেক্ষে, উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর ৫০% হারে হাস করা হইবে: