পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br মূল্য সংযোজন কর আইন, よ。ああふ প্রমাণিত অবহেলা বা স্বেচ্ছাচারমূলক কার্যের জন্য ব্যতীত ক্ষতি বা অনিষ্টের জন্য ক্ষতিপূরণ প্রদেয় হইবে না মালিকানা হস্তান্তর NS এর নিকট প্রাপ্তি স্বীকারপত্র সহকারে রেজিষ্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করিয়া; অথবা (খ) যদি আদেশ, সিদ্ধান্ত বা নোটিশটি দফা (ক) তে ব্যবস্থিত কোন পদ্ধতিতে জারী করা না যায় তাহা হইলে উহা স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ের নোটিশ বোর্ডে আটিয়া দিয়া। কোন পণ্যগুদামে অথবা শুল্ক এলাকায় অথবা ঘাটে বা অবতরণ স্থানে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার তত্ত্বাবধানে থাকাকালে বা বৈধভাবে আটক থাকাকালে উহার কোন ক্ষতি বা অনিষ্ট হইলে তজ্জন্য উক্ত পণ্যের মালিক কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা হইতে কোন ক্ষতিপূরণ দাবী করিতে পরিবেন না, যদি না ইহা প্রমাণিত হয় যে উক্ত কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলা বা কোন স্বেচ্ছাচারমূলক করে ফলে উক্ত ক্ষতি বা অষ্টি সংঘটিত হইয়াছে | ৫৯। কোন নিবন্ধিত ব্যক্তি তাহার ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা], উক্ত ব্যবসায় পরিচালনায় এই আইনের অধীন প্রদেয় সকল মূল্য সং কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, সম্পূর্ণরূপে পরিশোধ না করা পর্যন্ত, হস্তান্তর করিতে পারিবেন না : o O তবে শর্ত থাকে যে, উক্ত প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা ক্রয়কারী ব্যক্তি প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ করা বিষয়ে কোন তফসিলী ব্যাংকের নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি দাখিল করিলে যথোপযুক্ত বিবেচনায় সংশ্লিষ্ট কমিশনার তৎকর্তৃক নির্ধারিত শর্তে উহা হস্তস্তরের অনুমতি প্ৰদান করতে পারবেন। so -৬০। সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, Cutoms Act বা Excises and Salt Act, 1944 (I of 1944) ER GETT Sistī stārs বিধিমালার যে কোন বিধান প্রয়োজনীয় পরিবর্তন সহকারে এই আইনের ত প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হইবে বলিয়া ঘোষণা করিতে পারবে। ৬১। এই আইনের অধীন প্রদত্ত কোন আদেশ, অথবা কোন মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরুপণ, ধার্যকরণ বা আদায়করণ বাতিল বা পরিবর্তন করার জন্য কোন দেওয়ানী আদালতে কোন মামলা দায়ের করা যাইবে না।

  • “ব্যবসায় প্রতিষ্ঠানের আওতাধীন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা মালিকানা” শব্দগুলি “ব্যবসায়ের মালিকানা”

শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০০ ধারাবলে প্রতিস্থাপিত। দাড়ির (।) পরিবর্তে কোলন (:) প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ৪৭ ধারাবলে সংযোজিত। ৫৮। কোন পণ্যের মালিক, কোন পণ্য মূল্য সংযোজন কর বিভাগের*** o