পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আই F, SAS دریا শ৭১ক। যে ক্ষেত্রে কোন ব্যক্তির দেউলিয়াতৃ অথবা কোন প্রতিষ্ঠানের সরকারী পাওনা অস্তিত্ব বিলোপ বা অন্য কোন কারণে এইরূপ নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তি "" "" বা প্রতিষ্ঠানের উপর ধার্যকৃত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক কর কিংবা আরোপিত কোন অর্থদণ্ড কিংবা এই আইন বা তদধীনে প্রণীত বিধিমালার অধীনে সম্পাদিত কোন মুচলেকা বা অন্য কোন দলিলের অধীনে দাবীকৃত কোন অর্থ এই আইনের ধারা ৫৬ এর অধীনে আদায় করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে সরকার উক্ত সরকারী পাওনা অবলোপন (Writo off) করিতে পারিবে।] শ৭১কক। এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নতর কর ফাঁকি, আইন যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে, পদ্ধতিতে এবং - (ক) এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের বিধান লঙ্ঘন করার ব্যাপারে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন; বা §o (খ) এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা অন্য কোন সরকারী সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারী যিনি, এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীন আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি বা উহা ফাঁকি দেওয়ার চেষ্টা বা উক্ত আইনের কোন বিধানের লংঘন চিহ্নিত বা উদঘাটন করেন এবং যদি উক্তরূপ তথ্য সরবরাহ বা চিহ্নিতকরণ বা উদঘাটনের ফলে নিম্নরূপ পরিস্থিতির উদ্ভব য়া থাকে:- o ༢ཚེ་" ཕ་མ་ག.......ངེད་ (অ) যে পণ বা অন্য কিছুর ব্যাপারে উক্ত কর বা রাজস্ব ফাকি দেওয়া হইয়াছে বা ফাকি দেওয়ার চেষ্টা করা হইয়াছে বা আইনের বিধান লংঘন করা হইয়াছে সেই পণ্য আটক এবং বাজেয়াপ্ত হয়, বা o ^^ No (আ) এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনের অধীনে মূল্য সংযোজন কর বা সংশ্লিষ্ট রাজস্ব আদায় হয়, বা ক্ষেত্রমত, দায়ী ব্যক্তির উপর আরোপিত জরিমানা আদায় হয়, বা (ই) এই আইন বা সংশ্লিষ্ট অন্য কোন আইনের অধীনে দায়ী ব্যক্তি দণ্ডিত হন।] ૨ ধারা ৭১ক অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সংযোজিত। ধারা ৭১কক অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ১০২ ধারাবলে সংযোজিত। NON് * o লংঘন ইত্যাদির উদঘাটনের জন্য wo পুরস্কার প্রদান o