পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ বিধি প্রণয়নের ক্ষমতা ৭২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা: উপকরণ কর রেয়াত গ্রহণ এবং এই আইনের অধীন দায়িত্বসমহ পালনকারী কর্তৃপক্ষসমূহ নির্ধারণ; പബ് (খ) মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য উহার উৎপাদন বা প্রস্তুতকরণের স্থন বা ব্যবসায় স্থল হইতে পারু ও পরিবহন & (গ) এই আইনের অধীন কোন বিধির প্রয়োগের তদারকীর জন্য সরকারী কর্মকর্তা নিয়োগ; & (ঘ) করযোগ্য পণ্য, অব্যহতিপ্রাপ্ত পণ্য এবং উক্তরূপ পণ্যসমূহ প্রস্তুতকরণ বা উৎপাদনে বা সরবরাহে ব্যবহৃত উপকরণসমূহ পণ্য প্রিস্তুতকরণ বা উৎপাদনের স্থানে বা ব্যবসায় স্থলে পৃথক (ঙ) করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদানে নিয়োজিত কোন ব্যক্তি శిక్ష శా డా ఆ శా (চ) করয়ােগ্য পণ্য কেবল নির্ধারিত মোড়ক, থলিয়া বা কোষে সরবরাহকরণ এবং যে মোড়ক, থলিয়া বা কোষে উহা সরবরাহ করা oo::" খুচরা মূল্য মুদ্রণ, উৎকীর্ণকরণ বা বুনন বাধ্যতামূলককরণ; o & (ছ) যে কোন পণ্য সম্পর্কে এই আইন বা কোন বিধি লংঘন করা হয় 、ペー (জ) প্রস্তুতকৃত বা উৎপাদিত বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য N কোনভাবে সংগৃহীত পণ্যের নমুনা সংগ্রহ ও উহার পরীক্ষা এবং Q করযোগ্য পণ্য পরিবহনকারী যানবাহন পরিদর্শন, তল্লাশী ও আটক; so o, S. * “বা ব্যবসায় স্থল” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত। -് * “বা সরবরাহে” শব্দগুলি অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।

  • “প্রস্তুতকরণ বা উৎপাদনের স্থানে বা ব্যবসায় স্থলে” শব্দগুলি “প্রস্তুতকরণ বা উৎপাদনের স্থানে” শব্দগুলির পরিবর্তে

অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। “প্রস্তুতকৃত বা উৎপাদিত বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের” শব্দগুলি ও কমাগুলি “প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত। 8 èst (ক) মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক নিরূপণ ও আদায়করণ, ১ 。