পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\,\ ૭ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১

  • (এঃ) “চালানপত্র” অর্থ ধারা ৩২ এর অধীন প্রদত্ত চালানপত্র;]
        • ]

(ট) “টার্ণওভার” অর্থ কোন ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট সময়ে তাহার দ্বারা প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা ১২প্রদান হইতে প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ; ് o (ঠ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত কোন তফসিল; N. CN (ড) “দলিলপত্র” অর্থ কাগজ বা অন্য কোন পদার্থের উপর অক্ষর, অংক, সংকেত বা চিহ্নের সাহায্যে প্রকাশিত বা বর্ণিত কোন বিষয় এবং যে ফিতা (tape), কম্পিউটার ডিস্ক বা যে কোন ধরণের উপাত্তধারক মাধ্যম ইহার অন্তর্ভুক্ত হইবে; o o “[*** (ঢ) “দাখিলপত্র” অর্থ এই আইনের ধারা ৩৫ এর অধীন প্রদেয় দাখিলপত্র; *I(c) “নির্ধারিত তারিখ” so \ (আ) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও - সম্পূরক শুল্ক পরিশোধের ক্ষেত্রে, ধারা ৬ এর অধীন কর পরিশোধের সময়; এবং N. ۶یر خ-میر یا جام جه (s) দাখিলপত্র (return) পেশকরণের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত \ ১- দাখিলপত্র পেশকরণের সময়।] Teo) “পণা” অর্থ পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অথবা & প্রাপ্য সমুদয় অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য;] so (ত) “পণ্য” অর্থ শেয়ার, ষ্টক, মুদ্রা, জামানত (security) ও আদায়যোগ্য *N (\) > দফা (ঞ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত। N R (এওএঃ) অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ৭৫ ধারাবলে বিলুপ্ত। দফা (ডড) অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৪৫ ধারাবলে বিলুপ্ত। S. e$ * দফা (ণ) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • দফা (পণ) অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ৮৫ ধারাবলে সন্নিবেশিত। * দফা (পণ), দফা (ণণ) হিসাবে অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭১ ধারাবলে পুনসংখ্যায়িত।

" “পণ” শব্দটি “ণণ” বর্ণগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ৭১ ধারাবলে প্রতিস্থাপিত।