পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৯ কোম্পানী আইন, ১৯৯৪ ১৯৯৪ সনের ১৮ নং আইন [১২ সেপ্টেম্বর, ১৯৯৪] ്

  • \o কোম্পানীসমূহ ও অন্যান্য কতিপয় সমিতি সম্পর্কিত আইন একীভূতকরণ ് ও সংশোধনকল্পে প্রণীত আইন। è যেহেতু কোম্পানীসমূহ ও অন্যান্য কতিপয় সমিতি সম্পর্কিত আইন & একীভূত ও সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; sò সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o

প্রথম খণ্ড o প্রারম্ভিক S No ১। (১) এই আইন কোম্পানী আইন, ১৯৯৪ নামে অভিহিত হবে। সুতুলিনও (২) সরকার সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করবে ইহা সেই তারিখে বলবৎ হইবে। - ് -N ২। (১) বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে - সংজ্ঞা Y (ক) “অর্থ-বৎসর” বলিতে, কোন নিগমিত সংস্থা (Body Corporate) এর ড়োত্রে, সেই সময়কালকে বুঝাইবে যে সময়কাল, উহা একটি পূর্ণবৎসর হউক বা না হউক, এর লাভ-ডুগতির হিসাব উক্ত সংস্থার সাধারণ বার্ষিক সভায় উপস্থাপন করা হয়: o তবে শর্ত থাকে যে, কোন বীমা কোম্পানীর ড়োত্রে “অর্থ-বৎসর” বলিতে ং পঞ্জিকা বৎসরকে বুঝাইবে; Seo “আদালত” বলিতে ধারা ৩ এ উলিস্নখিত এখতিয়ারসম্পন্ন আদালতকে - § বুঝাইবে; (গ) "কর্মকর্তা" বলতে কোম্পানীর কোন পরিচালক, ম্যানেজিং এজেন্ট ് ম্যানেজার, সচিব বা অন্য যে কোন কর্মকর্তাকে বুঝাইবে এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন, যথা: (অ) ম্যানেজিং এজেন্ট কোন ফার্ম হইলে, উক্ত ফার্মের যে কোন অংশীদার;