কোম্পানী আইন, ১৯৯৪ >W)a (ই) কোম্পানীর উদ্দেশ্যসমূহ এবং বাণিজ্যিক (Trading) কোম্পানী ব্যতীত অন্যান্য ড়োত্রে, যে সকল এলাকায় উহার উদ্দেশ্য ও কার্যাবলী পরিব্যাপ্ত থাকিবে উহার উলেসুখ; (ঈ) সদস্যগণের দায় শেয়ার দ্বারা সীমিত, এই মর্মে একটি বিবৃতি; এবং (উ) যে শেয়ার-মূলধন (share capital) লইয়া কোম্পানী নিবন্ধিকৃত হওয়ার প্রস্তাব করিতেছে, টাকার অংকে উহার পরিমাণ এবং সে অনুসারে নির্দিষ্ট সংখ্যক শেয়ারে উক্ত মূলধনের বিভাজন; (খ) সংঘস্মারকে স্বাড়ারকারী প্রত্যেক ব্যক্তির অনুনি একটি শেয়ার থাকিবে; এবং s
- (গ) সংঘস্মারকে ಡಿಡ್ তৎকর্তৃক গৃহীত শেয়ার সংখ্যা উলেস্নখ করবেন। N
Ø ৭। গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীর ড়েগত্রে- so _o (ক) সংঘস্মারকে নিম্নবর্ণিত বিষয়গুলি বিধৃত থাকিবে, যথা: (অ) কোম্পানীর নাম, যাহার শেষে সতিদায় বা “লিমিটেড” শব্দটি লিখিত থাকিবে; e® o (আ) নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকনা: (ই) কোম্পানীর উদেশ্যসমূহ এবং বাণিজ্যিক কোম্পানী ব্যতীত - অন্যান্য ড়োত্রে, যে সকল এলাকায় কোম্পানীর উদ্দেশ্যে ও কার্যাবলী পরিব্যাপ্ত থাকিবে, উহার উলেস্নখ; O (ঈ) সদস্যগণের দায় গ্যারান্টি দ্বারা সীমিত, এই মর্মে একটি বিবৃতি; - এবং è কোম্পানীর সদস্য থাকাকালে অথবা সদস্যপদ পরিসমাপ্তির এক Q বছরের মধ্যে কোম্পানী অবলুপ্ত হইলে, সদস্যগণের প্রত্যেকে & কোম্পানীর অবলুপ্তির পূর্বে বা ড়েত্রিমত সদস্যপদ পরিসমাপ্তির o পূর্বে কোম্পানীর উপর যে সকল ঋণ ও দায়-দেনা বর্তইয়াছে - উহা পরিশোধের জন্য কোম্পানীর অবলুপ্তির ব্যয় ও e$ এতদসংক্রান্ত চার্জ পরিশোধের জন্য এবং প্রদায়কগণের নিজেদের মধ্যে পারস্পরিক অধিকারের সমন্ময় সাধনের জন্য একটি নির্দিষ্ট অংকের অর্থ প্রদানে প্রতিশ্ৰমুতিবদ্ধ, এই মর্মে একটি বিবৃতি; এবং