পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8○ কোম্পানী আইন, ১৯৯৪ তবে শর্ত থাকে যে, এই আইন প্রবর্তনের পূর্বে নিবন্ধিকৃত কোম্পানীর ড়ে গত্রে এই উপ-ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না। (৫) জাতিসংঘ বা জাতিসংঘ কর্তৃক গঠিত ইহার কোন সহায়ক সংস্থা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে বা ঐসব নামের শব্দ সংড়েগপ সম্বলিত কোন নামে, NONজাতিসংঘ বা উহার সহায়ক সংস্থার ড়েগত্রে, জাতিসংঘের সেক্রেটারী জেনারেল ് এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ੰਂ অনুমতি ব্যতীত, কোন কোম্পানী নিবন্ধিকৃত করা যাইবে না। © Q (৬) যে কোন কোম্পানী উহার বিশেষ সিদ্ধান্তাক্রমে (special resolution) এবং রেজিষ্ট্রারের লিখিত অনুমোদন সাপেড়েগ- উহার নাম পরিবর্তন করিতে পারিবে। <o (৭) কোন কোম্পানী উহার নাম পরিবর্তন করিলে রেজিষ্ট্রার তাহার এবং পরিবর্তিত অবস্থার পরিপ্রেড়িগতে উক্ত কোম্পানীর পরিবর্তিত নামে নিগমিতকরণের একটি প্রত্যয়নপত্র প্রদান করবেন এবং তাহা প্রদানের পর, কোম্পানীর নাম পরিবর্তনের কাজ সমাপ্ত হইবে। (৮) নামের পরিবর্তন কোম্পানীর কোন অধিকার বা দায়-দায়িত্বে পরিবর্তন হইবে না অথবা উক্ত কোম্পানী কর্তৃক বা উহার বিরম্নদ্ধে সূচিত কোন আইনানুগ কার্যধারাকে ত্রুটিপূর্ণ প্রতিপন্ন করবে না, এবং উক্ত কোম্পানীর পূর্ব নামে উহার বিরম্নদ্ধে কোন আইনানুগ কার্যধারা অব্যাহত থাকিলে বা কোম্পানীর দ্বারা সূচিত হইয়া থাকিলে উহা কোম্পানীর নূতন নামে অব্যাহত থাকিবে। o, (৯) কোন কোম্পানী নির্ধারিত ফিস প্রদান করিয়া রেজিষ্ট্রীরের নিকট এই মর্মে তথ্য সরবরাহের জন্য আবেদন করিতে পারিবে যে, উক্ত আবেদন পত্রে উলেস্নখিত নামে কোন কোম্পানী নিবন্ধিকৃত হইয়াছে বা হইবে বলিয়া প্রস্তাব করা হইয়াছে কি না; এবং রেজিষ্ট্রর এইরূপ আবেদন প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ S. দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করিবেন। -- সংঘস্মারক পরিবর্তন ১২। (১) এই আইনের বিধানাবলী সাপেড়েগ, কোন কোম্পানী উহার o বিশেষ সিদ্ধান্তাক্রমে, নিম্নলিখিত সকল বা যে কোন কার্য সম্পাদনের so প্রয়োজনে, কোম্পানীর উদ্দেশ্য সম্পর্কিত ইহার সংঘস্মারকের বিধানসমূহ পরিবর্তন করিতে পারে, যথা:CŞ (ক) মিতব্যয়িতা বা অধিকতর দড়াতার সহিত উহার কার্যাবলী (business) পরিচালনা করা; অথবা (খ) নূতন বা উন্নততর উপায়ে উহার উদ্দেশ্য বাস্তবায়ন করা; অথবা