পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ কোম্পানী আইন, ১৯৯৪ رمان 8 (د (২) রেজিষ্ট্রার কর্তৃক উপ-ধারা (১) মোতাবেক প্রত্যাখ্যাত হওয়ার কারণে যদি কোন ব্যক্তি সংড়াদ্ধ হন, তাহা হইলে তিনি উক্ত প্রত্যাখ্যান আদেশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (৩) আপীলের দরখাস্তোর সহিত এতদুদ্দেশ্যে বিনির্দিষ্ট হিসাব-খাতে হইবে। (৪) এই ধারার অধীন কোন আপীলে সরকারের সিদ্ধান্তই চূড়ান্তা হইবে। ২৪। (১) কোন কোম্পানীর সংঘস্মারক নিবন্ধনের পর রেজিষ্ট্রার র নিবন্ধনের ফলাফল নিজ হস্তো এই মর্মে একটি প্রত্যয়নপত্র প্রদান করিবেন যে, উক্ত কোম্পানী নিগমত করা হইয়াছে এবং কোম্পানীটি সীমিত দায় কোম্পানী হইলে উহাতে উলেস্নখ করিবেন যে, উহা একটি সীমিত দায় কোম্পানী। o (S) frostěoof: 2RossFoto (certificate of incorporation) উলেস্নখিত নিগমিতকরণের তারিখ হইতে সংঘস্মারকে স্বাড়ারকারীগণ এবং সময় সময় কোম্পানীর সদস্য হন এমন অন্যান্য ব্যক্তিগণ সংঘস্মারকে বিধৃত নামে একটি নিগমিত সংস্থায় পরিণত হইবেন এবং অবিলম্বে উক্ত সংস্থা নিগমিত কোম্পানীর সকল কার্য সম্পাদনের ড়গমতাসম্পন্ন হইবে; এবং উহার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সীলমোহর থাকিবে; এবং উক্ত কোম্পানীর অবলুপ্তি ঘটিলে এই আইনের বিধানাবলী অনুসারে উহার সদস্যগণকে কোম্পানীর পরিসম্পদে (asset) অর্থ এল্যুজন্য দায়-দায়িত্ব বহন করিতে হইবে।” - ২৫। (১) রেজিষ্ট্রর কোন সমিতি নিগমিতকরণের প্রত্যয়নপত্র প্রদান করিলে তাহা এইরূপ চূড়ান্ত সাড়গ্য বহন করিবে যে, সমিতির নিবন্ধন এবং অনুবতী ও আনুষংগিক বিষয়াদি সম্পর্কে এই আইনের যাবতীয় শর্ত পালন করা হইয়াছে এবং উক্ত সমিতি নিবন্ধিকৃত হইবার অধিকারী একটি কোম্পানী এবং उदा अग्लभाअण्वक यथायथञ्चल विकिकृङश्याण्ड। (২)উপ-ধর (১) এ উলিস্নখিত সকল বা সংশিল্পষ্ট যে কোন শর্ত পালনের ব্যাপারে একজন এডভোকেট, যিনি কোম্পানী গঠনের কাজে নিয়োজিত ছিলেন ২২ এবং হাইকোর্ট বিভাগে আইনজীবি হিসাবে হাজির হওয়ার অধিকারী, অথবা কোম্পানীর সংঘবিধিতে কোম্পানীর পরিচালক, ম্যানেজার বা সচিব হিসাবে যাহার নাম উলেস্নখিত আছে এমন ব্যক্তি কর্তৃক প্রদত্ত ঘোষণাপত্র রেজিষ্ট্রারের নিকট দাখিল করিতে হইবে এবং রেজিষ্ট্রার অনুরূপ ঘোষণাপত্রকে উক্ত শর্তাবলী পালনের পর্যাপ্ত সাড়গ্য হিসাবে গ্রহণ করিতে পারিবেন।