>○○ কোম্পানী আইন, ১৯৯৪ শেয়ার-মূলধনের বণ্টন শেয়ারের প্রকৃতি ৩০। (১) কোম্পানীর কোন সদস্যের শেয়ার বা অন্যবিধ কোন স্বার্থ অস্থাবর সম্পত্তি হিসাবে গণ্য হইবে, এবং উহা কোম্পানীর সংঘবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হস্তান্তরযোগ্য হইবে। 。 (S) শেয়ার মূলধন সম্বলিত কোম্পানীর প্রত্যেক শেয়ার উহার যথোপযুক্ত । সংখ্যা দ্বারা চিহ্নিত থাকিবে। eS ON শেয়ার বা ষ্টক ৩১। কোন সদস্যের শেয়ার বা ষ্টক কোম্পানীর সাধারণ সীলমোহরযুক্ত সার্টিফিকেটে বর্ণিত থাকিলে, প্রাথমিকভাবে (Prima facie) উক্ত সার্টিফিকেটই ཁྱོཐར་ལྷ་ཤམ་ཆ་༩༥་ཨ་བྷ་ག སྦྱོར་ལ་ལྟ་ལ་ཨོཾ་ཨ་ཀ་ན་ཀ་ཨ་ཝ་བྷམ་ཤྲི་ལྔ་སེམས་ সদস্যের সংজ্ঞা ৩২। (১) কোম্পানীর সংঘস্মারকে স্বাড়গরকারী প্রত্যেক ব্যক্তি কোম্পানীর সদস্য হইবার জন্য সম্মত হইয়াছেন বলিয়া গণ্য হইবে, এবং নিবন্ধনের পর Q) (২) অন্যান্য প্রত্যেক ব্যক্তি যিনি কোম্পানীর সদস্য হইতে সম্মত হন এবং সদস্য হইবেন। ...o নিয়ন্ত্রণকারী ৩৩। (১) এই ধারায় উলিস্নখিত ড়েগত্রসমূহ ব্যতিরেকে, কোন নিগমিত র সদস্যতা PRE (Body corporate) ŠEIT নিয়ন্ত্রণকারী কোম্পানীর (Holding company) সদস্য হইতে পারবে না; এবং কোন কোম্পানী উহার অধীনস্থ কোম্পানীকে কোন শেয়ার বরাদ্দ বা হস্তান্তার করিলে তাহা ফলবিহীন (void) & o so (২) এই ধারার কিছুই নিম্নবর্ণিত ড়েগত্রে প্রযোজ্য হইবে না, যথা:<o (ক) যে ড়োত্রে অধীনস্থ কোম্পানীটি নিয়ন্ত্রণকারী কোম্পানীর কোন মৃত o সদস্যের বৈধ প্রতিনিধি হয়; অথবা o (খ) যে ড়োত্রে অধীনস্থ কোম্পানীটি কোন ট্রাষ্টের ট্রাষ্টী হিসাবে সংশিল্পষ্ট o হয়, যদি না নিয়ন্ত্রণকারী কোম্পানীটি বা উহার অধীনস্থ অপর কোন o কোম্পানী উক্ত ট্রাষ্টের দলিল অনুযায়ী উপকারভোগী হিসাবে স্বার্থবান & (beneficially interested) & “R §§ {los, soloss of Q তৃতীয়োক্ত কোম্পানী কর্তৃক ঋণদানসহ উহার সাধারণ কার্যকলাপ ব্যাপারই সীমাবদ্ধ নহে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।