পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেয়ার মূলধনক্রাস অনুমোদনের জন্য আদালতের নিকট আবেদন কোম্পানীর নামের সহিত “এবং হ্রাসকৃত” অথবা “and reduced” শব্দাবলী সংযোজন - o Q >Wじbr কোম্পানী আইন, ১৯৯৪ বিশেষতঃ এই সাধারণ ড়ঙ্গমতার অংশ হিসাবে, উক্ত কোম্পানী (ক) উহার শেয়ার মূলধনের অপরিশোধিত অংশের ড়োত্রে যে কোন শেয়ারের উপর দায়-দায়িত্ব হাস বা বিলোপ সাধন করিতে পারিবে: (খ) উহার কোন শেয়ারের উপর দায়-দায়িত্বের বিলোপসাধন বাহ্রাস করিয়া কিংবা না করিয়া পরিশোধিত শেয়ার-মূলধনের এমন যে কোন অংশ বাতিল করিতে পারিবে যাহা হারাইয়া গিয়াছে বা যাহা পরি དང་། ས་ মাধ্যমে প্রতিফলিত নহে; Q o (গ) উহার কোন শেয়ারের উপর দায়-দায়িত্বের বিলোপসাধন বাহাস করিয়া কিংবা না করিয়া পরিশোধিত শেয়ার-মূলধনের এমন যে কোন অংশের দায়-দায়িত্ব পরিশোধ করিতে পারবে যাহা কোম্পানীর চাহিদার তুলনায় অতিরিক্ত; vs (ঘ) উহার শেয়ার-মূলধনের পরিমাণ ও শেয়ার প্রয়োজনমত হাস করিয়া উহার সংঘৰ্ম্মারক পরিবর্তন করিতে পারিবে । リー (২) এই ধারার অধীনে গৃহীত বিশেষ সিদ্ধান্ত এই আইনে শেয়ার-মূলধন হ্রসের সিদ্ধান্ত বলিয়া অভিহিত হইবে। (\ ৬০। কোন কোম্পানী উহার শেয়ার-মূলধন হাসের সিদ্ধান্ত গ্রহণ করিলে, নিকট আরজির মাধ্যমে আবেদন করবে। Qo ৬১। কোন কোম্পানী উহার শেয়ার-মূলধনহাসের সিদ্ধান্ত গ্রহণ করিলে, উক্ত সিদ্ধান্ত গ্রহণের তারিখ হইতে অথবা যে ড়োত্রে উক্ত হ্রাসের ফলে অপরিশোধিত শেয়ার-মূলধন সম্পর্কিত কোন দায়-দায়িত্ব হ্রাসকৃত হয় না বা ং আদেশ প্রদানের তারিখ হইতে আদালত কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত তারিখ পর্যন্তা, কোম্পানী উহার নামের শেষে “এবং হ্রাসকৃত" অথবা “and reduced” শব্দদ্বয় যোগ করিবে এবং আদালত কর্তৃক নির্ধারিত তারিখ পর্যন্ত ঐ শব্দদ্বয় উক্ত কোম্পানীর নামের অংশ হিসাবে গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, যে ড়েগত্রে হাসের ফলে অপরিশোধিত শেয়ার-মূলধন সম্পর্কিত কোন দায় হাস হয় না বা কোন শেয়ার-হোল্ডারকে পরিশোধিত শেয়ার-মূলধনের অর্থ পরিশোধের প্রয়োজন হয় না, সেই ড়েঙ্গত্রে আদালত, সমীচীন মনে করিলে, “এবং &RFo” or “and reduced” of সংযোজন করা হইতে উক্ত কোম্পানীকে অব্যাহতি দিতে পারে। ് -