পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ Գo কোম্পানী আইন, ১৯৯৪ NQ- - ് হ্রাস অনুমোদনের ৬৪। এই আইন অনুসারে শেয়ার-মূলধন হাসের ব্যাপারে আপত্তি আদেশ উত্থাপনের অধিকারী প্রত্যেক পাওনাদার সম্পর্কে আদালত যদি সন্তুষ্ট হয় যে, উক্ত হাসের ব্যাপারে তাহার সম্মতি গ্রহণ করা হইয়াছে বা তাহার পাওনা বা দাবীর পরিসমাপ্তি ঘটিয়াছে বা উহা পরিশোধ করা হইয়াছে অথবা তজ্জন্য সেইরূপ শর্ত সাপেড়েগ উক্ত হাস অনুমোদন করিয়া আদেশদান করিতে পারিবে। ཕྱུད་སྨད་གྲྭ་ཨཱ་ཨཱ་ལ་ গু০) শুরু কৰি দি গান " ত (minute) (ক) কোম্পানীর শেয়ার-মূলধন-হাস অনুমোদন করিয়া আদালত কর্তৃক প্রদত্ত আদেশ; **o (খ) আদালত কর্তৃক অনুমােদিত একটি বিবরণী, যাঁহাতে নিম্নোক্ত তথ্যদি উলিস্নখিত থাকিবে, যথা:- so (N (অ) হ্রাসকৃত শেয়ার-মূলধনের পরিমাণ; (আ) যতগুলি শেয়ার ತತ್ಥমূলধন বিভক্ত হইবে উহার সংখ্যা; (ই) প্রতিটি শেয়ারেনকি মূল্য; (ঈ) নিবন্ধনের তারিখে এইরূপ শেয়ার-মূল্যের কোন অংশ পুলতি গণ্য হইলে উহার পরিমাণ। (S) শেয়ার লবনহ্রাস করার জন্য কোম্পানীর বিশেষ সিদ্ধান্তা, যাহা পূর্বোক্তরূপে আদালতের আদেশ দ্বারা অনুমোদিত হইয়াছে তাহা, উপ-ধারা (১) এর অধীনে নিবন্ধিকৃত হওয়ার পর কার্যকর হইবে, তৎপূর্বে নহে।

  • > (৩) উক্ত নিবন্ধনের নোটিশ আদালত যেভাবে প্রকাশ করিতে নির্দেশ দান করবে সেইভাবে প্রকাশ করতে হবে।

(৪) রেজিষ্ট্রার তাহার নিজ স্বাড়গরে উক্ত আদেশ ও কার্যবিবরণী প্রত্যয়ন করিবেন এবং তাহার প্রত্যয়নপত্র চূড়ান্ত সাড়গ্য বহন করিবে যে, শেয়ারমূলধন হাস সংক্রান্ত এই আইনের বিধানাবলী পালন করা হইয়াছে এবং তথ্য ৬৬। (১) কার্যবিবরণী নিবন্ধনকৃত হওয়ার পর উহা কোম্পানীর সংঘস্মারকে সংশিল্পষ্ট অংশের পরিবর্তে প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উহা এইরূপ বৈধ ও পরিবর্তনযোগ্য হইবে যেন তাহা শুরম্ন হইতেই সংঘস্মারকে বিধৃত ছিল; এবং ইহা নিবন্ধনের পর ইসুকৃত সংঘস্মারকের প্রতিটি অনুলিপিতে উহা অন্তর্ভুক্ত থাকিবে।