কোম্পানী আইন, ১৯৯৪ YbᏳQ. কোম্পানীর সভায় উহার সদস্যকোম্পানীর প্রতিনিধিত্ব অসাধারণ (extraordinary) এবং (special) fĦHT"GI o - - (৩) যদি অনুমোদনযোগ্য কোন পদ্ধতিতেই কোন সভা আহবান করা সম্ভব না হয় অথবা যদি সংঘবিধি বা এই আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত উদ্যোগে অথবা উক্ত সভায় ভোটদানের অধিকারী হইবেন কোম্পানীর এইরূপ কোন পরিচালক বা সদস্যের আবেদনক্রমে, যে পদ্ধতি উপযুক্ত মনে করিবে সেই 。 পদ্ধতিতে উক্ত কোম্পানীর সভা আহ্বান, অনুষ্ঠান ও পরিচালনার জন্য আদেশ ২৫ দিতে পরিবে; এবং এই আদেশ দানের ড়োত্রে, আদালত সমীচীন মনে করিলেট যে কোন আনুষংগিক বা অনুবর্তী আদেশ দান করিতে পারিবে; এবং এইরূপ কোন আদেশ অনুসারে কোন সভা আহুত, অনুষ্ঠিত এবং পরিচালিত হইয়া থাকিলে, উক্ত সভা সকল উদ্দেশ্যে উক্ত কোম্পানী কর্তৃক আহুত, অনুষ্ঠিত ও পরিচালিত সভা বলিয়া গণ্য হইবে। <o ৮৬। কোন কোম্পানী অপর কোন কোম্পানীর সদস্য হইলে, প্রথমোক্ত কোম্পানীর পরিচালক পরিষদের সিদ্ধান্তাবলে কোম্পানীর পড়ে উহার যে কোন কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে উক্ত অপর কোম্পানীর কোন সভায় প্রতিনিধিত্ব করার জন্য ডুগমতা প্রদান করা যাইবে এবং ডুগমতাপ্রাপ্ত ব্যক্তি প্রথমোক্ত কোম্পানীর পড়েগ এইরূপ ড্রঙ্গমতা প্রয়োগ করিতে পারিবেন যেন তিনি উক্ত অপর কোম্পানীর একক (dividual) শেয়ারহোল্ডার। റ് ৮৭। (১) কোন সিদ্ধান্ত তখনই অসাধারণ সিদ্ধান্ত হইবে যখন উহা, তিন-চতুর্থাংশের সংখ্যাগরিষ্ঠ ভোটে, এমন একটি সাধারণ সভায় গৃহীত হয় যাহার জন্য যথারীতি নোটিশ দেওয়া হইয়াছিল যে, উক্ত সিদ্ধান্তকে অসাধারণ সিদ্ধান্ত হিসাবে প্রস্তাব করা হইবে। ് (S) কোন সিদ্ধ নত তখনই বিশেষ সিদ্ধ নত হইবে যখন উহ অসাধারণ o N সিদ্ধান্ত হিসাবে গৃহীত হওয়ার জন্য যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় সেই সংখ্যাগরিষ্ঠের ভোটে এমন সাধারণ সভায় পাশ করা হয় যে সভাটির জন্য বিশেষ সিদ্ধান্ত হিসাবে প্রস্তাব গ্রহণ করার অভিপ্রায় ব্যক্ত করিয়া যথারীতি অনূ্যন একুশ দিনের নোটিশ দেওয়া হইয়াছেঃ তবে শর্ত থাকে যে, অনুরূপ কোন সভায় উপস্থিত হওয়ার এবং উহাতে ভোট দেওয়ার অধিকারী সকল সদস্য সম্মতি দিলে কোন সিদ্ধান্তকে যে কোন একটি সভায় বিশেষ সিদ্ধান্ত হিসাবে প্রস্তাব এবং গ্রহণ করা যাইতে পারে, যদিও উক্ত সভার জন্য একুশ দিন অপেড়া কম সময়ের নোটিশ দেওয়া হইয়া থাকে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।