পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ఎo({ (৩) পদ হারানোর ভূগতিপূরণস্বরূপ অথবা পদ হইতে অবসর গ্রহণের পণ স্বরূপ কিংবা উক্ত পদ হারানো বা অবসর গ্রহণের সূত্রে কোম্পানীর কোন পরিচালককে অর্থ প্রদানের ড়েগত্রে ধারা ১১১, ১১২ এবং ১১৩ তে উলেস্নখিত “অর্থ প্রদান" বলিতে উহাতে চুক্তি ভংগের জন্য প্রকৃত পড়েঙ্গ খেসারত (damages) হিসাবে কিংবা চাকরীর জন্য প্রকৃতপড়ে অবসর ভাতা হিসাবে - প্রদত্ত কোন অর্থ অন্তর্ভুক্ত হইবে না, তবে এই উপায়ু উদেশ পুলক ৷ “অবসর-ভাতা” বলিতে উহাতে কোন বার্ধক্য ভাতা (Superannuation - allowance), off (Superannuation gratuity) or of অর্থ প্রদান অন্তর্ভুক্ত হইবে। ് (৪) ধারা ১১২ এবং ১১৩ এর কোন কিছুই অন্য আইনের এমন বিধানের কার্যকরতাকে ভৃগুশ্ন করিবে না যে বিধান অনুযায়ী উহাতে উলিস্নখিত কোন অর্থ বা উহার সদৃশ কোন অর্থ, যাহা কোম্পানীর কোন পরিচালককে প্রদান করা হইয়াছে বা হইবে তাহা, সম্পর্কিত তথ্যাবলি প্রকাশ করার আবশ্যকতা রহিয়াছে। o o পরিচালক, ম্যানেজার ১১৫। (১) প্রত্যেক কোম্পানী উহার নিবন্ধিকৃত কার্যালয়ে উহার পরিচালক, |్మ ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্টগণের প্রত্যেকের নিম্নবর্ণিত বিবরণসম্বলিত একটি বহি রাখিবে, যথা:- so (ক) কোন একক ব্যক্তির (Individual) ড়োত্রে, তাহার বর্তমান পূর্ণ নাম, পূর্ববর্তী পূর্ণ নাম বা অতিরিক্ত নাম, পদবী, যদি থাকে, সাধারণ আবাসিক ঠিকানা, জাতীয়তা, এবং উক্ত জাতীয়তা যদি তাহার আদি জাতীয়তা না হয় তবে তাহার আদি জাতীয়তা, তাহার পেশা, যদি থাকে, এবং যদি তিনি অন্য কোন এক বা একাধিক কোম্পানীর পরিচালক পদে - ৯ আসীন থাকেন তবে উক্ত পদ বা পদসমূহের বিবরণ s (খ) কোন নিগমিত সংস্থার ড়োত্রে, উহার নাম এবং নিবন্ধিকৃত বা প্রধান - কার্যালয়, এবং উহার পরিচালকগণের প্রত্যেকের পূর্ণ নাম, ঠিকানা ও ് জাতীয়তা; এবং . സ് o (গ) কোন ফার্মের ড়োত্রে, উহার অংশীদারগণের পূর্ণ নাম, ঠিকানা ও Q o জাতীয়তা এবং যে তারিখে তাহারা অংশীদার হইয়াছেন সেই তারিখ । so (২) কোম্পানী উপ-ধারা (১) এ উলিস্নখিত তথ্যাদি সম্বলিত একটি বিবরণী o এবং পরিচালক, ম্যানেজার বা ম্যানেজিং এজেন্ট অথবা উক্ত তথ্যাদির যে কোন § পরিবর্তনের তথ্যসম্বলিত একটি নোটিশ, নির্ধারিত ছকে এবং নিম্নবর্ণিত সময়ের - O মধ্যে, রেজিষ্ট্রারের নিকট প্রেরণ করিবে: (ক) উপ-ধারা (১) এ উলিস্নখিত তথ্যাদির ড়োত্রে কোম্পানীর প্রথম পরিচালক, ম্যানেজার ও ম্যানেজিং এজেন্ট নিয়োগদানের সময় হইতে চৌদ্দ দিন; এবং