পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২২৩ (৬) কোম্পানী গঠিত হওয়ার পূর্বেই হউক বা পরেই হউক, প্রসপেক্টাস বা আবেদনপত্রের ছক ইসু'র ড়েগত্রে এই ধারা বিধান প্রযোজ্য হইবে, তবে উহা নিম্নবর্ণিত ড়েগত্রে প্রযোজ্য হইবে না যথা: (ক) কোম্পানীর শেয়ার বা ডিবেঞ্চারের বরাদ্দ পাওয়ার জন্য কোন NON আবেদনকারী কর্তৃক অর্জিত অধিকার অন্য ব্যক্তির অনুকূলে প্রত্যাহারের o (renounce) ব্যাপারে তাহার কোন অধিকার থাকুক বা না থাকুক, èst কোম্পানীর বিদ্যমান সদস্য বা ডিবেঞ্চার হোল্ডারগণের নিকট শেয়ার বা &o ডিবেঞ্চার ইসু'র জন্য প্রসপেক্টাস বা আবেদনপত্রের ছক ইসু'র ড়োত্রে; CŞ অথবা o (খ) যদি এমন শেয়ার বা ডিবেঞ্চার সংক্রান্ত প্রসপেক্টস বা আবেদনপত্রের ২২ o ছকই করা হয় যে উক্ত শেয়ার বা ডিবেঞ্জর পূর্বে ইস্কৃত শেয়ার ২০ বা ডিবেঞ্চারের মত সর্বতোভাবে একই রকম আছে বা একই রকম - হইবে এবং আপাততঃ ঐগুলি কোন স্বীকৃত ষ্টক একচেঞ্জের মাধ্যমে ক্রয় বিক্রয় হইতেছে বা ক্রয় বিক্রয়ের জন্য উপস্থাপন (quoted) করা হইতেছে, তাহা হইলে উক্ত প্রসপেক্টস বা ছক ইসু'র ড়োত্রে। o (৭) এই ধারার অধীন দায়-দায়িত্ব ছাড়াও এই আইনের অন্যান্য বিধান বা অন্য কোন আইনের অধীনে কোন ব্যক্তির কোন দায়-দায়িত্ব থাকিলে উহাতে এই বায়ার কোনকিছুই সীমিত বাহ্রাস করবে না। ৩ so ১৩৬। কোন কোম্পানীর শেয়ার বা ডিবেঞ্চারে চাঁদাদানের আহ্বান কোম্পানী গঠনে বা জানাইয়া যে প্রসপেক্টস ইলু করা হয় তাহতে কোন বিশেষজ্ঞের নাম ব্যবহার so করিয়া কোন বিবৃতি বা কোন বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত বলিয়া কথিত কোন বিবৃতি বিশেষজ্ঞের অন্তর্ভুক্ত করা যাইবে না, যদি না তিনি এমন ব্যক্তি হন যিনি কোম্পানীর সম্পর্কহীনতা উদ্যোক্তা হিসাবে বা উহা গঠনে বা উহার ব্যবস্থাপনায় নিয়োজিত বা আগ্রহী ছিলেন বা আছেন। S. ১৩৭। কোন বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত বলিয়া কথিত বিবৃতি অন্তর্ভুক্ত করতঃ সম্মতিসহ বিশেষজ্ঞের কোন কোম্পানীর শেয়ার বা ডিবেঞ্চারে চাঁদাদানের আহবান জানাইয়া প্রসপেক্টাস ಛಿ। ২ (ক) প্রসপেক্টসে বিবৃতিটি অন্তর্ভুক্তির ব্যাপারে এবং যে আকারে এবং যে o প্রসংগে উহা অন্তর্ভুক্ত করা হইয়াছে সেই ব্যাপারেও তিনি তাহার so লিখিত সম্মতি প্রদান করিয়া থাকেন এবং উক্ত প্রসপেক্টাস নিবন্ধনের SR জন্য উহার একটি অনুলিপি পেশ করার পূর্ব পর্যন্ত্ম তাহার সম্মতি G প্রত্যাহার না করিয়া থাকেন; এবং (খ) তিনি উক্তরূপে বিবৃতি প্রদান করিয়াছেন এবং দফা (ক) তে উলেস্নখিত সম্মতি তিনি প্রত্যাহার করেন নাই মর্মে অপর একটি বিবৃতি প্রসপেক্টসে অন্তর্ভুক্ত করা হয়।