পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ᎼᏱᏱ8 ২৩৩ (খ) উক্ত শেয়ার বা ডিবেঞ্চার বরাদের চুক্তি যে স্থানে এবং যে সময়ে পরিদর্শন করা যাইবে । (৪) উপ-ধারা (১) এ বর্ণিত প্রস্তাবকারীর ড়েগত্রে ধারা ১৩৮ এর বিধান এইরূপ প্রযোজ্য হইবে যেন কোম্পানীর প্রসপেক্টাসে তিনি পরিচালক হিসাবে বা প্রস্তাবিত পরিচালক হিসাবে আখ্যায়িত হইয়াছেন। (৫) যে ড়েগত্রে উপধারা (১) এ উলিস্নখিত প্রস্তাবকারী একটি কোম্পানী বা ফার্ম হয় সে ড়েগত্রে উক্ত উপ-ধারায় উলিস্নখিত দলিল যদি উক্ত কোম্পানীর দুইজন পরিচালক বা ফার্মের ড়েঙ্গত্রে অনূ্যন অর্ধেক অংশীদার কর্তৃক স্বাড়গরিত হয়, তাহা হইলেই যথেষ্ট হইবে; এবং উক্ত পরিচালক বা অংশীদার হইতে লিখিতভাবে ডুগমতাপ্রাপ্ত ব্যক্তিগণও উক্ত দলিলে স্বাড়গর করিতে পারিবেন। প্রসপেক্টাস সম্পর্কিত ১৪৩। (১) প্রসপেক্টস সম্পর্কিত বিধানাবলীর উদেশ্য পূরণকল্পে -l. (ক) কপাল আন্তর্ভুক্ত নে ক্ৰিষ্ঠ দিয়া বা দে উক্ত বিবৃতি যে আকারে এবং প্রসংগে অন্তর্ভুক্ত হইয়াছে তাহা বিভ্রান্তিকর হয় এবং ২১ _N (খ) যদি বিভ্রান্ত্মি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রসপেক্টাস হইতে কোন সম্বলিত একটি প্রসপেক্টস বলিয়া গণ্য হইবে। (২) ধারা ১৪৫ ও ১৪৬ এবং এই ধারার উপ-ধারা (১) এর (ক) দফার উদ্দেশ্য পূরণকল্পে, “অন্তর্ভুক্ত" শব্দটি যখন কোন প্রসপেক্টাস প্রসংগে ব্যবহৃত হয় তখন ইহার দ্বারা প্রসপেক্টসে অন্তর্ভুক্ত কোন কিছুকে অথবা ইহার সহিত সংযুক্ত কোন প্রতিবেদন বা স্মারকলিপিতে অন্তর্ভুক্ত কোন কিছুকে অথবা উহাতে কোন বিষয়ে উলেসুখের মাধ্যমে বা উহার সহিত প্রচারের মাধ্যমে লেলি ললে। V o ১৪৪। কোন কোম্পানী উহার সাধারণ সভার পূর্ব অনুমোদন অথবা উহার প্রসপেক্টাস অথবা ಧ್ಧಿ সাধারণ সভা কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত ভৃগমতা ব্যতিরেকে প্রসপেক্টসে বা বালিং- পরিবর্তন করিবে না। o প্রসপেক্টসে ত্রুটিপূর্ণ ১৪৫। (১) কোন কোম্পানী যদি প্রসপেক্টসের মাধ্যমে জনসাধারণের নিকট ಛಿ:, শেয়ার বা ডিবেঞ্চারে চাঁদা প্রদানের আহবান জানায় এবং যদি উক্ত প্রসপেক্টাসে অন্তর্ভুক্ত কোন অসত্য বিবৃতির কারণে এমন কোন ব্যক্তি ভৃঙ্গতিগ্রস্থ হন যিনি প্রসপেক্টসে অন্তর্ভুক্ত কোন অসত্য বিবৃতির কারণে তাহার যে ভূগতি হইয়াছে বা হইতে পারে তাহা প্রদানের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিগণ, এই ধারার NQ- - ്