পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩8 কোম্পানী আইন, ১৯৯৪ (ক) প্রসপেক্টাস ইসু'র সময়ে কোম্পানীর পরিচালক ছিলেন এইরূপ প্রত্যেক ব্যক্তি; (খ) এইরূপ প্রত্যেক ব্যক্তি যিনি প্রসপেক্টাসে একজন পরিচালকরুপে NONঅভিহিত হইতে সম্মতি প্রদান করিয়াছেন এবং অভিহিত হইয়াছেন, ് কিংবা যিনি তাৎড়াণিকভাবে বা কিছু সময়ের ব্যবধানে পরিচালক No হইবেন বলিয়া সম্মতি দিয়াছেন; CŞ (গ) কোম্পানীর প্রত্যেক উদ্যোক্তা; এবং ് (ঘ) প্রসপেক্টাস ইসু করার ড্রীমতা প্রদানকারী প্রত্যেক ব্যক্তি: তবে শর্ত থাকে যে, যেড়েীত্রে ধারা ১৩৮ এনিনেকলসইসু'র জন্য কোন ব্যক্তির সম্মতির প্রয়োজন হয় এবং তিনি উক্ত সম্মতি প্রদান করেন, অথবা যেড়োত্রে প্রসপেক্টাসে নাম দেওয়া হইয়াছে এমন কোন ব্যক্তির সম্মতি প্রয়োজন হয় এবং তিনি উক্ত সম্মতি প্রদান করেন, সেড়োত্রে তিনি শুধুমাত্র উক্ত সম্মতি দেওয়ার কারণেই, দফা (ঘ) এর অধীনে প্রসপেক্টস ইসুর ড্রামত প্রদানকার ব্যক্তি হিসাবে দায়ী হইবেন না; তবে যদি তাহকে বিশেষজ্ঞ হিসাবে দেখাইয়া এবং তৎকর্তৃক প্রণীত কোন অসত্য বিবৃতি ধারা ১৩৭ এর বিধান মোতাবেক তাহর সম্মতিক্রমে প্রসপেক্টসে অন্তর্ভুক্ত করিয়া প্রসপেক্টাস ইসুর ড়মতা তিনি প্রদান করিয়া থাকেন, তাহা হইলে তিনি উক্ত দফার অধীনে প্রসপেক্টাস ইসুর ড় গমতা প্রদানকার ব্যক্তি হিসাবে দায়ী হইবেন। (২) কোন ব্যক্তি উপধারা (১) এর অধীনে দায়ী হইবে না, যদি তিনি প্রমাণ করেন যে,- o o

(ক) উক্ত কোম্পানীর একজন পরিচালক হওয়ার জন্য সম্মতি প্রদানের পর তিনি উহার প্রসপেক্টাস ইসু হওয়ার পূর্বেই স্বীয় সম্মতি প্রত্যাহার করিয়াছিলেন এবং তাহার ড্রীমতা বা সম্মতি ব্যতিরেকে উহা প্রচারিত হইয়াছে অথবা ~ - () వ్రైట్హౌ S- এবং উহা ইসু হওয়ার বিষয় জানিতে পারিয়া তিনি অবিলম্বে NQ জনসাধারণকে এই মর্মে যুক্তিসংগত নোটিশ দিয়াছিলেন যে, উহা & তাহার অবগতি বা সম্মতি ব্যতিরেকে ইসু করা হইয়াছেঃ অথবা e$ (গ) তিনি প্রসপেক্টাস ইসু'র পর এবং তদধীনে বরাদের পূর্বে, প্রসপেক্টসে অন্তর্ভুক্ত কোন অসত্য বিবৃতি সম্পর্কে অবহিত হওয়ার পর, উক্ত প্রসপেক্টাস হইতে তাহার সম্মতি প্রত্যাহার করিয়াছেন এবং উক্ত প্রত্যাহার ও উহার কারণ সম্পর্কে জনসাধারণের উদ্দেশ্যে যুক্তিসংগত নোটিশ দিয়াছিলেন; অথবা