পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 之8> (খ) যে চুক্তির উদ্দেশ্য বা ভানকৃত (Pretended) উদ্দেশ্য হইতেছে কোন পড়োর অনুকূলে শেয়ার বা ডিবেঞ্চার প্রসূত লভ্যাংশ অর্জন করা কিংবা ঐ শেয়ার বা ডিবেঞ্চারের মূল্যের হ্রাসবৃদ্ধি সূত্রে মুনাফা অর্জন করা, তাহা হইলে প্রথমোক্ত ব্যক্তি অনধিক পাঁচ বৎসর কারাদণ্ডে অথবা অনধিক পনের হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হইবেন। ১৪৮। (১) কোন কোম্পানীর শেয়ার মূলধনে চাঁদা প্রদানের জন্য জনসাধারণের নিকট আমন্ত্রণ জানানো হইলে, নিম্নবর্ণিত অর্থ এবং উহার শতকরা পাচভাগের সমপরিমাণ অর্থ নগদে কোম্পানীকে পরিশোধ করা না হইলে নগদে কোন আবেদনকারীকে কোন শেয়ার বরাদ্দ করা যাইবে না, যথা: (ক) উপ-ধারা (২) এ বিনির্দিষ্ট বিষয়গুলির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় “নূনতম পরিমাণ” হিসাবে প্রসপেক্টসে পরিচালকগণ কর্তৃক উলিস্নখিত অর্থ, যাহার সংস্থান শেয়ার মূলধন ইসু'র মাধ্যমে অবশ্যই করিতে হইবে; অথবা o eS (খ) উক্ত নূ্যনতম পরিমাণ অর্থের কোন অংশ উপ-ধারা (২) তে উলিস্নখিত বিষয়গুলি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যয় যোগ্য হইলে সেই অংশ বাদে বাকী অর্থ। & > (২) নিম্নবর্ণিত বিষয়গুলির ব্যবস্থা করার উদ্দেশ্যে পরিচালকগণ অবশ্যই o (ক) ক্রয় করা হইয়াছে বা হইবে ཨཻཚེ་མེད། བུད་ཨར་ཧྥུ༢ ཨའཡཱ།”“. ལ་ཐ། རྫོ་ཤཱརྨ་ শেয়ারমূল্য বাবদ প্রাপ্ত অর্থ হইতে সম্পূর্ণ বা আংশিক নির্বাহ করিতে হইবে; o

(খ) কোম্পানীর প্রারম্ভিক ব্যয় এবং কোন ব্যক্তি কোম্পানীর শেয়ারের জন্য চাঁদ প্রদান করিতে রাজী হওয়ার জন্য অথবা তৎকর্তৃক এইরূপে চাঁদা প্রদানকারী সংগ্রহের জন্য অথবা তিনি চাদা প্রদানকারী সংগ্ৰহ করিতে রাজী হওয়ার জন্য পণ হিসাবে তাহাকে প্রদেয় কমিশন; (\ ത്ര উপরোক্ত বিষয়গুলির জন্য কোম্পানী কর্তৃক গৃহীত ঋণ পরিশোধ; এবং § (ঘ) কার্যোপযোগী Nāio (Working capital) o (৩) উপ-ধারা (১) এ উলিস্নখিত অর্থের পরিমাণ, যাহা প্রসপেক্টসে নূ্যনতম CŞ পরিমাণ হিসাবে বর্ণিত হয় তাহা, গণনার ড়েগত্রে নগদে ব্যতীত অন্য কোন প্রকারে প্রদেয় অর্থ বাদ দিতে হইবে; এবং এই আইনে ইহাকে নূ্যনতম চাদা হিসাবে উলেস্নখ করা হইয়াছে।