পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৬১ বন্ধকের নিবন্ধন-বহি o বন্ধক ও চার্জের S দায়দেনা N ് - (৩) এই ধারার বিধান পালনে প্রতিটি ব্যর্থতার জন্য কোম্পানী এবং উহার প্রত্যেক কর্মকর্তা বা ড়েগত্রমতে কোম্পানীর রিসিভার, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও, পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। ১৭১। (১) আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে,- ് (ক) ধারা ১৫৯-এ উলিস্নখিত সময়সীমার মধ্যে বন্ধক বা চার্জ নিবন্ধন নাচ করানোর ড়োত্রে, বা উক্ত বন্ধক বা চার্জ বিষয়ক কোন তথ্য বাদ দেওয়া বা ভুল বর্ণনার ড়োত্রে বা যে ঋণের জন্য চার্জ বা বন্ধক সৃষ্টি করা হইয়াছিল সেই ঋণ পরিশোধ সম্পর্কে রেজিষ্ট্রারকে অবহিত করার ড়োত্রে, যে ভুল চার্জের দায় মিটানো হইয়াছে উহা আকস্মিকতা বা অসাবধানতা বা অন্য কোন পর্যাপ্ত কারণে সংঘটিত হইয়াছে, অথবা (খ) উক্ত ভুল এমন যে, উহার ফলে কোম্পানীর পাওনাদার বা শেয়ারহোল্ডারগণের অবস্থান ভুগ্নি হয়ন অথবা o (*) ཨ" ༩༠:ཨ་མཱ་ཡཱ་ལ་ཝ་ཤ་ཝར་ལ་ཕུའི་ཨཱ་ཨa ཕོar ཐཤ ༧་༡༠ ༦ arrང་༧་༦, তাহা হইলে, উক্ত কোম্পানী বা স্বার্থসংশিল্পষ্ট যে কোন ব্যক্তির আবেদনক্রমে, নিবন্ধনের সময়-সীমা বর্ধিত করিয়া আদেশ দিতে পরিবে এবং ড়েগত্রমত বাদপড়া বিষয় অন্তর্ভুক্ত করিতে, ভুল ভাবে বর্ণিত বিষয় সংশোধন করিতে এবং আবেদনকারীকে উপযুক্ত খরচ প্রদানের জন্য সংশিল্পষ্ট ব্যক্তিকে নির্দেশ দিতে পরিবে। ২৮ (২) যেড়োত্রে আদালত বন্ধক বা চার্জ নিবন্ধনের উদ্দেশ্যে সময় বর্ধিত করিয়া কোন আদেশ প্রদান করে, সেড়েগত্রে উক্ত আদেশের ফলে উক্ত বন্ধক বা চার্জ বাস্তবে যে সময়ে নিবন্ধিকৃত হয় সেই সময়ের পূর্বে সংশিল্পষ্ট সম্পত্তিতে কেন ব্যক্তিকেন অধিকার অর্জন করিয়া থাকিল অহা হইবে না। ১৭২। (১) ধারা ১৫৯ এর বিধান অনুসারে প্রয়োজন হয় এইরূপ নিবন্ধন সকল বন্ধক বা চার্জের দায়দেনা মিটানো বা পরিশোধ করার তারিখ হইতে একুশ দিনের মধ্যে কোম্পানী উক্ত পরিশোধ বা মিটানো সম্পর্কে রেজিষ্ট্রারকে অবহিত করিবে । (২) উপ-ধারা (১) অনুসারে অবহিত হওয়ার পর রেজিষ্ট্রার বন্ধকগ্রহীতাকে কারণ দর্শাইবার জন্য অনধিক চৌদ্দ দিন সময় নির্দিষ্ট করিয়া এই মর্মে একটি নোটিশ দিবেন যে, কেন উক্ত চার্জ বা বন্ধকের দায়-দেনা পরিশোধ বা মিটানোর বিষয়টি লিপিবদ্ধ করা হইবে না।