পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৬৭ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উহাতে উলিস্নখিত বিষয়সমূহের কোম্পানীর বিষয়াদির সঠিক ও নিরপেড়ঙ্গ বর্ণনা এবং উহার লেনদেনের পর্যাপ্ত ব্যাখ্যা না থাকে। (৩) উক্ত হিসাব-বহিসমূহে ణ్డు এবং কোম্পানীর কার্যাবলী চলাকালীন সকল সময়ে ঐগুলি পরিচালকগণের Q অবশ্য বাকে যে পরিচালক পরিলক্ষিত্ৰসকল রিকেন হিসাব-বহি বাংলাদেশের অন্য যে কোন স্থানে অনধিক ছয় মাসের জন্য রাখা যাইবে এবং পরিচালক পরিষদ এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করিলে কোম্পানী উক্ত নিকট লিখিত নোটিশ দাখিল করিবে । &o (৪) বাংলাদেশ বা বাংলাদেশের বাহিরে কোন কোম্পানীর কোন শাখা কার্যালয় থাকিলে, উক্ত কোম্পানী উপ-ধারা (১) এর বিধানাবলী পালন করিয়াছে হিসাব-বহি উক্ত কার্যালয়ে রাখা হয় এবং অনধিক তিন মাস পর পর হাল নাগাদ হিসাবের একটি সংড়িগপ্তসার শাখা কার্যালয় কর্তৃক কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ে বা উপ-ধারা (৩) এ বর্ণিত অন্য স্থানে প্রেরিত হয়। - No (৫) প্রত্যেক কোম্পানী চলতি বৎসরের অব্যবহিত পূর্বের অনূ্যন বার বৎসর সময়কালের সকল হিসাব-বহি এবং হিসাব-বহিতে লিপিবদ্ধ কোন বিষয়ের সন্টুি ভউটার উত্তমরূপে সঙ্গে করবে: o

  • N گر گر

তবে শর্ত থাকে যে, কোন কোম্পানী চলতি বৎসরের পূর্বে বার বৎসর অপেড়া কম সময়ের মধ্যে নিগমত হইয়া থাকিলে, উক্ত কোম্পানী চলতি ং বৎসরের পূর্বেকার সমুদয় সময়ের হিসাব বাহ এবং উহাতে লিপিবদ্ধ সকল © বিষয়ের সংশিল্পষ্ট ভাউচার উত্তমরূপে সংরড়গণ করিবে। § (৬) উপ-ধারা (৭) এ বর্ণিত ব্যক্তিগণের কেহ, কোম্পানী কর্তৃক এই ধারার § যুক্তিসংগত পদড়েগপ গ্রহণে ব্যর্থ হইলে অথবা তাহার স্বেচ্ছাকৃত কাজের ফলে - O উক্ত বিধানাবলী পালনে কোম্পানীর দ্বারা কোন ত্রয়টি সংঘটিত হইলে, তিনি প্রতিটি অপরাধের জন্য অনধিক ছয় মাসের কারাদণ্ডে বা পাচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন।