পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৭৫ (৬) উপ-ধারা (১) এর (ঙ) দফায় উলিস্নখিত বিবরণে নিম্নবর্ণিত (ক) অধীনস্থ কোম্পানীতে উহার অর্থ-বৎসরের শেষে অথবা একাধিক অর্থ বৎসরের ড়োত্রে সর্বশেষ বৎসরের শেষে নিয়ন্ত্রণকারী কোম্পানীর - বিবদ্যমান স্বার্থের পরিধি; ് (*) আন কেম্পনী ভবা তছিমাহ আল দলের ১ উহার সর্বমোট নীট ভূগতিতে বা মুনাফায় নিয়ন্ত্রণকারী কোম্পানীর সদস্যগণের যে অংশ আছে অথচ যাহা নিয়ন্ত্রণকারী কোম্পানীর হিসাবে বর্ণিত হয় নাই তাহার বর্ণনা,- O -- (অ) অধীনস্থ কোম্পানীর ড়োত্রে, উক্ত অর্থ-বৎসরের বা অর্থ বৎসরসমূহের জন্য; o (আ) যখন হইতে উহা অধীনস্থ কোম্পানী হইয়াছে সেই সময়ের পরবর্তী অৰ্থ বৎসরগুলির জন্য; ২১ (গ) অধীনস্থ কোম্পানীর লাভ বাড়ীতির পরিমাণ, যাহা প্রযোজ্য বাদ দেওয়ার পর উহার সর্বমোট নীট ভূগতি বা মুনাফার যতটুকু বর্ণিত হইয়াছে ততটুকুর বর্ণনা (অ) অধীনস্থ কোম্পানীর ড়োত্রে, উক্ত অর্থ-বৎসর বা বৎসরগুলির জন্য; এবং o (জ) যখন হইতে অধীনস্থ কোম্পানী হইয়াছে সেই সময়ের পরবর্তী অর্থ-বৎসরগুলির জন্য। *** (৭) উপ-ধারা (৬) এর (খ) ও (গ) দফাসমূহ কেবলমাত্র অধীনস্থ এবং উক্ত অধীনস্থ কোম্পানীতে নিয়ন্ত্রণকারী কোম্পানীর বা উহার অন্য কোন ২১ অধীনস্থ কোম্পানীর যে শেয়ার থাকে সেই শেয়ার বাবদ উহা অর্জনের পূর্ববর্তী সময়ের যে লাভ-ড়তি ছিল তাহা উক্ত দফাদ্বয় বা নিয়ন্ত্রণকারীর কোম্পানীর o অন্য কোন উদ্দেশ্য হিসাব করা হইবে না, তবে নিম্নবর্ণিত ড়েগত্রে উহা হিসাব § (ক) যেড়োত্রে উক্ত নিয়ন্ত্রণকারী কোম্পানী নিজেই, অন্য কোন সংস্থার - O অধীনস্থ, এবং (খ) যেড়োত্রে ঐ শেয়ারগুলি উক্ত অন্য সংস্থা বা উহার অন্য কোন অধীনস্থ কোম্পানী হইতে অর্জিত হইয়াছে।