২৮ আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (ড) “বিল্ডিং সোসাইটি” অর্থ এমন সোসাইটিকে বুঝাইবে যাহা গৃহ নিৰ্মাণ এবং সম্পত্তি ক্রয়ের জন্য সঞ্চয় গ্রহণ ও ঋণ প্রদান করে; (ঢ) “ব্যক্তি” অর্থ কোন কোম্পানী, প্রতিষ্ঠান বা সংস্থাকেও বুঝাইবে; (ণ) “ব্যাংক কোম্পানী” অর্থ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের NON১৪নং আইন) এর অধীন স্থাপিত ব্যাংক কোম্পানী; ് (ত) “মার্চেন্ট ব্যাংক” অর্থ যে ব্যাংক অন্য কোন সংস্থা বা কোম্পানীর * সিকিউরিটিজের দায় গ্রহণ করে এবং অনুরূপ গ্রাহকের একীভূতকরণ Q কিংবা অন্য বাণিজ্যিক উদ্যোগে পরামর্শ দান করে; ് (থ) “মিউচুয়্যাল এসোসিয়েশন” অর্থ এমন সঞ্চয়ী সংঘকে বুঝাইবে যে so সঞ্চয়ী সংঘ কোন মূলধন ষ্টক ইসু করে না এবং যাহার আমানতকারী & ও ঋণ গ্রহীতাগণ উহার মালিক ও নিয়ন্ত্রণকারী: o o, (দ) “মিউচুয়্যাল কোম্পানী” অর্থ এমন সংস্থাকে বুঝাইবে যে সংস্থা মূলধন বিহীন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের অনুপাতে মালিক-গ্রাহকদের মধ্যে যাহার নীট মুনাফা বন্টন করা হয়; - No (ধ) “লিজিং কোম্পানী” অর্থ এমন কোম্পানীকে বুঝাইবে যে কোম্পানী উহার ব্যবসা বা ব্যবসার অংশ হিসাবে যন্ত্রপাতি বা সরঞ্জাম ইজারা ཕ༧༧ བར་ཧྥ་ཝ། ཨརྩི༢༧ ཚེས་༧ ཐ་ཚ་འམ་ཝུའུ་ཝར་མ་། ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে য়াহা কিছুই থাকুক না কেন, এই আইনের প্রাধান্য আইনের বিধানাবলী কার্যকর হইবে। so ও দ্বিতীয় খণ্ড আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, ইত্যাদি O ৪। (১) কোন ব্যক্তি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যতীত বাংলাদেশে কোন অর্থায়ন ব্যবসা পরিচালনা করিবে না। লাইসেন্স "N." (২) এই আইন প্রবর্তনের সময় বিদ্যমান কোন আর্থিক প্রতিষ্ঠান উক্ত প্রবর্তন হইতে তিন মাস অতিবাহিত হওয়ার পূর্বে এই ধারার অধীন লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট লিখিতভাবে আবেদন করিবে: UN so তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর কোন কিছুই এই আইন প্রবর্তনের সময় বিদ্যমান কোন আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা চালাইয়া যাইতে বাধা হিসাবে গণ্য হইবে না, যদি (ক) এই ধারার অধীন উহার আবেদন বিবেচনাধীন থাকে, বা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।