পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ఎఫిఫి (২) সরকার কর্তৃক নিযুক্ত পরিদর্শকের ন্যায় উপরোক্তরূপে নিযুক্ত পরিদর্শকেরও একই প্রকার ডুগমতা ও দায়িত্ব থাকিবে, তবে পার্থক্য এই যে তাহারা সরকারের নিকট প্রতিবেদন পেশ করার পরিবর্তে কোম্পানী উহার সাধারণ সভায় যেভাবে এবং যে ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট প্রতিবেদন পেশ করার নির্দেশ প্রদান করিবে সেইভাবে এবং সেই ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট ১২ তাহাদের প্রতিবেদন পেশ করিবেন। ് No. (৩) যে ব্যক্তি কোম্পানীর কর্মকর্তা আছেন বা ছিলেন, তিনি উপরোক্ত পরিদর্শকগণের নিকট উপস্থাপিতব্য কোন বহি বা অন্যবিধ দলিল উপস্থাপন করিতে বা তাহাদের কোন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে, তিনি সেই একই দণ্ডে দণ্ডনীয় হইবেন যে দণ্ড উক্ত পরিদর্শকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইলে ধারা ২০০(৫) অনুসারে, তাহার উপর আরোপনীয় হইত। পরিদর্শকের ২০৮। এই আইনের অধীনে নিযুক্ত যে কোন পরিদর্শক কর্তৃক প্রণীত :ি"লী" প্রতিবেদনের অনুলিপি যে কোম্পানীর বিষয়াদি তিনি তদন্ত করিয়াছেন সেই কোম্পানীর সীলমোহর দ্বারা প্রমাণীকৃত (authenticated) হইলে, উক্ত অনুলিপি, উহাতে বিবৃত যে কোন বিষয়ের ব্যাপারে উক্ত পরিদর্শকের মতামতের প্রমাণ বা সাড়গ্য হিসাবে যে কোন আইনগত কার্যধারায় গ্রহণযোগ্য হইবে। So (N আইন-উপদেষ্টা ও ২০৯। ধারা ১৯৩ হইতে ২০৬ এর কোন বিধানবলেই নিম্নবর্ণিত ব্যক্তিগণ তুললে কর্তৃক রেজিষ্ট্রর বা সরকার অথবা সরকার কর্তৃক নিযুক্ত কোন পরিদর্শকের নিকট নিম্নবর্ণিত বিষয়ে কোন কিছু প্রকাশ করা বাধ্যতামূলক হইবে না, যথা: (ক) আইন-উপদেষ্ট হিসাবে তাহার সহিত তাহর মকেল কর্তৃক যে কেন ৈি- যোগাযোগের বিষয়, যাহা উক্ত সম্পর্কের কারণে অব্যাহতি প্রাপ্ত & (Privileged), তবে মক্কেলের নাম ও ঠিকানা ব্যতীত, so (খ) উক্ত ধারাগুলিতে উলিস্নখিত কোম্পানী, বা অন্য কোন নিগমিত সংস্থা, o বা ম্যানেজিং এজেন্ট, বা ম্যানেজিং এজেন্টের সহযোগী বা ব্যবস্থাপনা S. পরিচালক বা ম্যানেজার এর কোন ব্যাংকার কর্তৃক, অনুরূপ ব্যাংকার Q হিসাবে, তাহার উক্ত গ্রাহকের বিষয়াদি সংক্রান্ত যে কোন তথ্য। নিরীড়াকগণের নিয়োগ ২১০। (১) প্রত্যেক কোম্পানী উহার প্রত্যেক বার্ষিক সাধারণ সভায় এক ಫ್ಲಿ; বা একাধিক নিরীড়গককে উক্ত সভার সমাপ্তি হইতে পরবর্তী বার্ষিক সাধারণ so সভার সমাপ্তি পর্যন্ত সময়ের জন্য নিয়োগ করিবে এবং নিয়োগের সাত দিনের ost মধ্যে নিযুক্ত প্রত্যেক নিরীড়গককে উক্ত নিয়োগ সম্পর্কে অবহিত করিবে: তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তিকে নিরীড়গক হিসাবে নিয়োগ বা পুনঃ না ।