S)○○ কোম্পানী আই R, S$$8 (২) উপ-ধারা (১) এর অধীনে নিযুক্ত প্রত্যেক নিরীড়াক কোম্পানীর নিকট হইতে তাহার নিয়োগের সংবাদ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে রেজিষ্ট্রারকে লিখিতভাবে অবহিত করিবেন যে তিনি উক্ত নিয়োগ গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করিয়াছেন। (৩) যে কর্তৃপড়ঙ্গ দ্বারাই নিযুক্ত হইয়া থাকুক না কেন, অবসর গ্রহণ করিতে èst যাইতেছেন এইরূপ নিরীড়গককে বার্ষিক সাধারণ সভায় পুনরায় নিয়োগ করিতে No হইবে, যদি না- CŞ ് (ক) তিনি পুনঃনিয়োগ লাভের জন্য তাহার যোগ্যতা হারাইয়া থাকেন; - অথবা N (খ) পুনঃনিযুক্ত হইতে তাহার অনিচ্ছার কথা জানাইয়া তিনি কোম্পানীকে - লিখিত নোটিশ দিয়া থাকেন; অথবা o, o (গ) তাহার পরিবর্তে অন্য কোন ব্যক্তিকে নিয়োগ করার জন্য অথবা তাহাকে পুননিয়োগ করা হইবে না বলিয়া স্পষ্টভাবে উক্ত সভায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা হইয়া থাকে: No © তবে শর্ত থাকে যে, দফা (গ) এর অধীনে কোন সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে সভার পূর্বেই তৎসম্পর্কে ২১১ ধারা অনুযায়ী নোটিশ দিতে হইবে, এবং তাহার মৃত্যু, অসমর্থতা, অযোগ্যতা বা অসততা ব্যতীত অন্য কোন কারণে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে না। co (৪) যদি বার্ষিক সাধারণ সভায় কোন নিরীড়াক নিয়োগ না করা হয়, তাহা করিতে পারিবে । s? (৫) উপ-ধারা (ક) કે অধীনে সরকারের ডুগমতা প্রয়োগযোগ্য হওয়ার সাত দিনের মধ্যে কোম্পানী উক্ত ঘটনা সম্পর্কে সরকারকে নোটিশ প্রদান করিবে; এবং যদি কোন কোম্পানী এইরূপ নোটিশ প্রদান করিতে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত কোম্পানী অনধিক এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। \> sò (৬) কোম্পানী নিবন্ধিকৃত হওয়ার তারিখ হইতে একমাসের মধ্যে উহার CŞ পরিচালক পরিষদ কোম্পানীর প্রথম নিরীড়গক বা নিরীড়গকগণকে নিয়োগ করিবে এবং উক্ত নিরীড়গক বা নিরীড়গকগণ কোম্পানীর প্রথম বার্ষিক সাধারণ সভা সমাপ্ত না হওয়া পর্যন্ত তাহার বা তাহাদের পদে বহাল থাকিবেন :
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।