পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ কোম্পানী আইন, ১৯৯৪ (২ক) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল-২ এর ড়েগত্রে কেবলমাত্র প্রদেয় ফিসের হার হ্রাস কিংবা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ড়েগত্রে, নূতন ফিস নির্ধারণ করিতে পারিবে।] (৪) এই ধারার অন্যান্য বিধানের প্রদত্ত ডুগমতা প্রয়োগ ছাড়াও, এই NQআইনের অধীনে সরকার কর্তৃক নির্ধারিত হইতে হয় এইরূপ সকল বা যে কোন ് বিষয়ে বিধান করার জন্য সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে । o (৫) উক্তরূপে প্রণীত বিধিমালা সরকারী গেজেটে প্রকাশ করিতে হইবে এবং প্রকাশিত হওয়ার পর তাহা এইরূপ কার্যকর হইবে যেন তাহা এই আইনে o ...too বিধিবদ্ধ হইয়াছে। § সালিশী ও আপোষ-নিস্পত্তি ২১ o, ಛಿ ২২৭। (১) কোন কোম্পানী উহার নিজের এবং অন্য কোন কোম্পানী বা প্রেরণের জন্য ব্যক্তির মধ্যে বর্তমান বা ভবিষ্যৎ কোন বিরোধ Arbitration Act, 1940 (X কোম্পানীর ডুগমতা of 1940) অনুসারে নিম্পত্তির জন্য, লিখিত চুক্তির ভিত্তিতে, সালিশীতে প্রেরণ করিতে পারিবে । N രു (༠) ཨ་སྐཝ་ཁོག་ཏ་ཨ་ཙོང་ཀྲ་མ་མ་ཎི་དང་ར་ཁག་༡༡ ཐལ་ যে বিষয়ে বিরোধীয় পড়া হিসাবে কোম্পানীগুলি নিজে বা উহাদের পরিচালক অথবা অন্য ব্যবস্থাপনা কর্তৃপড়ঙ্গ নিস্পত্তি বা সিদ্ধান্ত গ্রহণ করিতে পারে, সে সব বিষয় নিস্পত্তি করার জন্য বা তদসম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য উক্ত কোম্পানীগুলি সালিশকে ড় গমতা অর্পণ করিতে পারিবে। (b) কোম্পানী ও অন্যান্য পড়ের মধ্যে এই আইনের অধীনে সকল প্রকার সালিশীর ড়েগত্রে Arbitration Act, 1940 (X of 1940) এর বিধানসমূহ প্রযোজ্য হইবে। ച് "হয় ২২৮। (১) যে ড়েগত্রে কোন কোম্পানী এবং উহার পাওনাদারগণ বা ఫి তাহাদের কোন শ্রেণীর মধ্যে, অথবা কোম্পানী এবং উহার সদস্যগণ বা \© তাহাদের কোন শ্রেণীর মধ্যে কোন আপোষ-নিম্পত্তি বা বন্দোবস্তোর - § (arrangement) প্রস্তাব করা হয়, সে ড়েগত্রে উক্ত কোম্পানী বা উহার যে S কোন পাওনাদার বা যে কোন সদস্য বা উক্ত কোম্পানী অবলুপ্ত হইতে থাকিলে, § উহার লিকুইডেটর কর্তৃক উপস্থাপিত সংড়িগপ্ত আবেদনের প্রেড়িাতে আদালত CŞ উহার নির্দেশ অনুযায়ী উক্ত পাওনাদারগণের বা পাওনাদারগণের কোন শ্রেণীর অথবা উক্ত সদস্যগণের বা তাহাদের কোন শ্রেণীর একটি সভা আহ্বান, অনুষ্ঠান ও পরিচালনার জন্য আদেশ দিতে পারিবে ।