পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ so কোম্পানী আইন, ১৯৯৪ ○○ (২) যেড়েগত্রে উপ-ধারা (১) এর অধীনে নোটিশ প্রদান করা হয় সেড়ে গত্রে, হস্তান্তারগ্রহীতা-কোম্পানী যে তারিখে নোটিশ প্রদান করিয়াছে সেই আবেদনক্রমে আদালত ভিন্নরূপ আদেশ প্রদান না করিলে, উক্ত হস্তান্তারগ্রহীতা-কোম্পানী তাহার শেয়ার সেই একই শর্তে অধিগ্রহণের জন্য অধিকারী ও বাধ্য হইবে যে শর্তে উক্ত স্কীম বা চুক্তির অধীনে অনুমোদনকারী è Q শেয়ারহোল্ডারগণের শেয়ার হস্তান্তারগ্রহীতা-কোম্পানীর ੋਂ o (৩) যদি উপ-ধারা (১) এর অধীনে হস্তান্তারগ্রহীতা-কোম্পানী কর্তৃক নোটিশ প্রদান এবং হস্তান্তারবিরোধী শেয়ারহোল্ডারের আবেদন সত্ত্বেও, আদালত হস্তান্তারবিরোধী কোন আদেশ প্রদান না করে, তাহা হইলে অতিবাহিত হওয়ার পর অথবা, যদি উক্ত শেয়ারহোল্ডারের কোন আবেদন নিস্পত্তি হওয়ার পর, হস্তান্তারগ্রহীতা-কোম্পানী হস্তান্তারকারীকোম্পানীর নিকট উক্ত নোটিশের একটি অনুলিপি প্রেরণ করিবে এবং হস্তাত্রগ্রহীতা কোম্পানী যে সব শেয়ার এই ধারার অধীনে অধিগ্রহণের অধিকারী উহাদের মূল্য বাবদ প্রদেয় অর্থ বা অন্যবিধ পণ প্রদান বা হস্তান্তর করিবে, এবং অতঃপর হস্তান্তারকারী-কোম্পানী হস্তান্তারগ্রহীতাকোম্পানীকে ঐ সকল শেয়ারের ধারক হিসাবে তালিকাভুক্ত করিবে। o (৪) এই ধারার অধীনে হস্তান্তরকারী-কোম্পানী কর্তৃক গৃহীত কোন অর্থ কোন পৃথক ব্যাংক-একাউন্টে জমা রাখিতে হইবে এবং উক্ত কোম্পানী এই অর্থ বা অন্যবিধ পণ ঐ সব ব্যক্তিগণের ট্রাষ্ট্রীস্বরূপ ধারণ করিবে যাহাদের শেয়ার বাবদউক্ত অর্থবা অনাধিপ গৃহীত হইয়াছে। Co. .২ (৫) এই ধারায় "হস্তান্তারবিরোধী শেয়ারহােল্ডার" বলতে এইরূপ -3কোন শেয়ার হোল্ডারকে বুঝাইবে যিনি স্কীম বা চুক্তিতে সম্মতি প্রদান করেন S o o প্রাইভেট কোম্পানীকে পাবলিক কোম্পানীতে রূপান্তর নাই অথবা যিনি স্কীম বা চুক্তি অনুসারে হস্তান্তারগ্রহীতা-কোম্পানীর নিকট তাহার শেয়ার হস্তান্তার করিতে ব্যর্থ হইয়াছেন বা অস্বীকৃতি জ্ঞাপন করিয়াছেন। প্রাইভেট কোম্পানীকে পাবলিক কোম্পানীতে রূপান্তার ইত্যাদি ২৩১। (১) সদস্য-সংখ্যা সাতের নীচে নহে এইরূপ কোন প্রাইভেট কোম্পানী যদি উহার সংঘবিধি, এমনভাবে পরিবর্তন করে যে, প্রাইভেট কোম্পানী গঠন করার জন্য ধারা ২ (১) এর (ট) দফা অনুসারে যে বিধান সংঘবিধিতে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন তাহা আর অন্তর্ভুক্ত না থাকে, তাহা হইলে উক্ত কোম্পানী