○ミの কোম্পানী আইন, ১৯৯৪ (খ) আদেশে উলিস্নখিত পদ্ধতিতে ভবিষ্যতে কোম্পানীর বিষয়াদির পরিচালনা বা নিয়ন্ত্রণ; (গ) কোম্পানীর সংঘস্মারক, সংঘবিধির যে কোন বিধান সংশোধন। (৪) যে ড়েগত্রে উপ-ধারা (৩) এর অধীনে আদালত কর্তৃক প্রদত্ত কোন è আদেশ অনুসারে কোম্পানীর সংঘস্মারক বা সংঘবিধিতে কোন সংশোধন করা èst হয়, সেড়োত্রে উক্ত কোম্পানী আদালতের অনুমতি ব্যতীত এমন কোন No সংশোধন করিতে অথবা এইরূপ কোন কার্যক্রম গ্রহণ করিতে পারিবে না যাহা SS উক্ত আদেশে বিবৃত নির্দেশের সহিত সংগতিপূর্ণ নয়। ് (৫) এই ধারার অধীনে কোন আদেশ প্রদানের তারিখ হইতে চৌদ্দ দিনের মধ্যে আদেশ প্রাপ্ত কোম্পানী উক্ত আদেশ সম্বন্ধে রেজিীরকে লিখিতভাবে ২০ অবহিত করিবে এবং তাহাকে উক্ত আদেশের একটি অনুলিপি প্রেরণ করিবে: এবং যদি উক্ত কোম্পানী এই উপ-ধারার বিধান পালনে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত কোম্পানী অনধিক এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও, একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। So രു ༢ཡཁ་ཝs ་་་་་་་ কোম্পানীর অবলুপ্তি (WINDING UP) o NY ২৩৪। (১) নিম্নবর্ণিত পদ্ধতিতে কোন কোম্পানীর অবলুপ্তি হইতে পারে অবলুপ্তির পদ্ধতি যথা:– o - സ് (ক) আদালত কর্তৃক, অথবা (খ) স্বেচ্ছাকৃতভাবে, অথবা o (গ) আদালতের তত্ত্বাবধানে সাপেড়ে। ംബ്. (২) উপরি-উক্ত যে কোন পদ্ধতিতে কোম্পানীর অবলুপ্তির ড়েগত্রে, এই আইনে বিধৃত অবলুপ্তি সম্পর্কিত বিধানাবলী প্রযোজ্য হইবে, যদি না বিপরীত e$ 27FFFF (Contributories) ২৩৫। (১) কোন কোম্পানীর অবলুপ্তির ড়েগত্রে, প্রত্যেক বর্তমান ও প্রদায়ক হিসাবে সাবেক-সদস্য, এই ধারার বিধানাবলী অনুসারে, কোম্পানীর ঋণ ও দায়-দায়িত্ব :*
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।