পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ কোম্পানী আইন, ১৯৯৪ ২৫২। যদি কোম্পানীর অবলুপ্তির আদেশ প্রদত্ত হয় তবে অবলুপ্তির অবলুক্তির আদেশের আবেদনকারী ও কোম্পানীর কর্তব্য হইবে উক্ত আদেশ প্রদানের ত্রিশ দিনের "* মধ্যে আদেশের একটি অনুলিপি রেজিষ্ট্রারের নিকট দাখিল করা। (২) অবলুপ্তির আদেশের অনুলিপি দাখিল করা হইলে, রেজিষ্ট্রার উক্ত NQকোম্পানী সংক্রান্ত বহিতে আদেশের একটি সার-সংড়েগপ লিপিবদ্ধ করিবেন ് এবং উক্ত কোম্পানীর অবলুপ্তির জন্য আদালত আদেশ দিয়াছেন মর্মে একটি No প্রজ্ঞাপন সরকারী গেজেটে প্রকাশ করিবেন। Q Q (৩) উক্ত আদেশ কোম্পানীর কর্মচারীগণের (Servants) জন্য কর্মচ্যুতির o বিজ্ঞপ্তি বলিয়া গণ্য হইবে, তবে কোম্পানীর কার্যাবলী চালু থাকিলে তদ্রমপ গণ্য হইবে না। se ২৫৩। অবলুপ্তির আদেশ প্রদানের পর আদালত যে কোন সময়, অবলুপ্তি স্থগিত রাখার কোম্পানীর যে কোন পাওনাদার কিংবা প্রদায়ক এতদুদ্দেশ্যে আবেদন করিলে శా? এবং অবলুপ্তি সংক্রান্ত সকল কার্যধারা স্থগিত হওয়া উচিৎ বলিয়া আদালতের নিকট সন্তোষজনকভাবে প্রমাণিত হইলে, উক্ত কার্যধারা সামগ্রিকভাবে কিংবা সীমিত সময়ের জন্য এবং আদালতের মতে উপযুক্ত শর্তসাপেড়ে মূলতবী রাখিতে পারিবে । - o ২৫৪। অবলুপ্ত সংক্রান্ত যে সকল বিষয় যথাযথ সাড়া দ্বার প্রমাণিত আদালত কর্তৃক বিবেচনায় রাখিবে। So অনিচ্ছা বিবেচনা No ཤཝ་པཱ་ལི་ཁྲི་ལྔ་སྟེང་དང་པོ་། (Official Liquidator) o ২৫৫। (১) কোন কোম্পানীর অবলুপ্তির কার্যধারা পরিচালনা এবং আদালত সুরকারী লিকুইডেটর ব্যতীত এক বা একাধিক ব্যক্তিকে নিয়োগ করিতে পারিবে যাহাদিগকে সরকারী লিকুইডেট্রর বলা হইবে। (২) কোন কোম্পানীর অবলুপ্তির জন্য আবেদনপত্র পেশ করার পর, তবে অবলুপ্তি আদেশ প্রদানের পূর্বে আদালত যে কোন সময় সাময়িকভাবে উক্ত O লিকুইডেটর নিয়োগ করিতে পরিবে এইরূপ ড়োত্রে নিয়োগদানের পূর্বে G° কোম্পানীকে তৎসম্পর্কে নোটিশ দিতে হইবে, তবে নোটিশ না দেওয়া উচিৎ বলিয়া মনে করিলে, আদালত সংশিল্পষ্ট কারণ লিপিবদ্ধ করিয়া নোটিশ প্রদান