পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ UNరి আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা সংক্রান্ত বাধানিষেধ বিনিয়োগের ক্ষেত্রে বাধা-নিষেধ অস্থাবর সম্পত্তি ধারণের ক্ষেত্রে বাধা - - so (৪) উপ-ধারা (১) এবং (২) এর বিধান লংঘনপূর্বক জামানতবিহীন আগাম ঋণ বা ঋণ সুবিধা প্রদানের ফলে উদ্ভুত কোন লোকসান হইলে আর্থিক প্রতিষ্ঠানের সকল পরিচালক যুগাভাবে এবং পৃথকভাবে ক্ষতিপূরণের জন্য দায়ী থাকিবে । ১৫। (১) কোন আর্থিক প্রতিষ্ঠান একক বা সম্মিলিতভাবে উহার অর্থায়ন ব্যবসা পরিচালনার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনভাবে আমদানী ও র o ব্যবসাসহ কোন পাইকারী বা খুচরা ব্যবসায় লিপ্ত হইবে না। o (২) এই আইনে উল্লেখ করা হইয়াছে এমন ব্যবসা এবং অর্থায়ন ব্যবসা ব্যতীত কোন আর্থিক প্রতিষ্ঠান অনা কেনবাক পরিচালনা করিনা। ১৬। আর্থিক, বাণিজ্যিক, কৃষি বা শিল্প বিষয়ক প্রতিষ্ঠানের বা অনুরূপ কোন প্রতিষ্ঠানের যে কোন ধরনের শেয়ার অর্জন বা ধরণের লক্ষ্যে কোন আর্থিক প্রতিষ্ঠান উহার পরিশোধিত মুলধন ও রিজার্ভের ২৫ শতাংশের অতিরিক্ত অর্থ ব্যয় বা ব্যবহার করিতে পারবেনা এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ థౌ శా ఈ CFPP প্রতিষ্ঠান বিক্রয় করিয়া দিবে: Oo তবে শর্ত থাকে যে, উহার আবেদন সাপেক্ষে এবং ব্যাংকের অনধিক ৫০ শতাংশ পর্যন্ত উপরিউক্ত ধরনের শেয়ার অর্জন বা ধারণের লক্ষ্যে বা বাবার। ᎼᏄ ! ཨ་ཡི་ལོག ལཱ་མ་ཀཱི་། ༠༧༧ ༢༦ ཊལ་ཧོར་ལྕ ལྭ་ཕལ་ ༦ f་ཟད་ཙམ ༢༩ শতাংশ অতিরিক্ত মূল্যের অস্থাবর সম্পত্তি অর্জন করিতে বা অধিকারে রাখিতে পারিবে না: ২১ জবশর্ত বাকল আকিপ্রতিষ্ঠান করে বিকালতি প্রয়োজনীয় অস্থাবর সম্পত্তি এবং উহা কর্তৃক প্রদত্ত অনাদায়ী ঋণ আদায়ের . സ് ২ সাথে জর্জিত সম্পত্তির ক্ষেত্রে এই ধারার কোনকিছুই প্রযোজ্য হইবে না। ১৮। বাংলাদেশ ব্যাংক আদেশ দ্বারা নিম্নবর্ণিত বিষয় নির্ধারন করিতে পরিবে, যথা: (ক) বিভিন্ন শ্রেণীর আমানতের উপর আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় সুদের সর্বোচ্চ হার, (খ) কোন ব্যক্তির নিকট হইতে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গৃহীতব্য ঋণের সর্বোচ্চ পরিমাণ, NONo