পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ কোম্পানী আইন, ১৯৯৪ ○○をあ (৩) যে সকল বিধানবলে সরকারী লিকুইডেটরের প্রতি বা তাহার অনুকূলে কোন কার্য বা বিষয় সম্পাদন করার নির্দেশদানের ব্যাপারে আদালত ডুগমতাবান, তত্ত্বাবধান সাপেড়েঙ্গ অবলুপ্তি পরিচালনাকারী লিকুইডেটরকেই বুঝানো হইয়াছে বলিয়া গণ্য হইবে। ৩২১। আদালতের তত্ত্বাবধান সাপেড়েগ কোন কোম্পানীর অবলুপ্তির আদেশ প্রদানের পরবর্তীতে আদালত যদি উক্ত কোম্পানীর অবলুপ্তি আদালত কর্তৃক হওয়ার আদেশ প্রদান করে, তবে আদালত দ্বিতীয়য়োক্ত আদেশ কিংবা তৎপরবর্তী কোন আদেশ দ্বারা, প্রথমোক্ত অবলুপ্তির জন্য নিযুক্ত লিকুইডেটরকে কিংবা একাধিক লিকুইডেটর থাকিলে তাহাদের যে কোন একজনকে অস্থায়ী বা স্থায়ীভাবে এবং অন্য কোন অতিরিক্ত ব্যক্তির সংগে বা এইরূপ অতিরিক্ত ব্যক্তি ২ o ം് পরিপূরক বিধানসমূহ ৩২২। (১) স্বেচ্ছাকৃত অবলুপ্তির ড়োত্রে লিকুইডেটরের অনুকূলে বা তাহার অনুমোদনসহ কৃত যে কোন শেয়ার হস্তান্তর ব্যতীত অন্য যে কোন শেয়ার হস্তান্তর এবং অবলুপ্তি আরম্ভ হওয়ার পর কোম্পানীর সদস্যগণের মর্যাদার যে কোন পরিবর্তন ফলবিহীন হইবে। o (২) আদালত কর্তৃক কিংবা আদালতের তত্ত্বাবধান সাপেড়েঙ্গ অবলুপ্তির ড়ে গত্রে, আদালত ভিন্নরূপ আদেশ প্রদান না করিলে, আদায়যোগ্য দাবীসহ কোম্পানীর সম্পত্তির সব ধরণের হস্তান্তার এবং অবলুপ্তি আরম্ভ হওয়ার পর পরবর্তন ফবিহীন গণ্য হইল। Q ৩২৩। দেউলিয়া হিসাবে ঘোষিত কোন কোম্পানীর ড়েগত্রে, এই আইনের অথবা দেউলিয়াতু সংক্রান্ত আইনের বিধানাবলীর প্রয়োগ সাপেড়ো, প্রত্যেক অবলুপ্তির কার্যক্রমে ঘটনাপেড়া ভিত্তিতে পরিশোধযোগ্য সকল দেনা এবং কোম্পানীর নিকট দাবীকৃত সকল পাওনা, যাহা বর্তমান বা ভবিষ্যত বা ঘটনাপেড়গ যে কোন প্রকারের হইতে পারে তাহা, কোম্পানীর বিরমুদ্ধে প্রমাণ সাপেড়েঙ্গ গ্রাহ্য হইবে, তবে যতদূর সম্ভব এইরূপ দাবী বা দেনার মূল্যমান আনুমানিক ও নায়সংগত ভিত্তিতে নির্ধারণ করতে হইবে। ৩২৪। দেউলিয়ারূপে ঘোষিত কোম্পানীর অবলুপ্তির ড়েগত্রে, জামানতধারী ও জামানতবিহীন পাওনাদারের স্ব স্ব অধিকার, প্রমাণ সাপেড়েগ ঋণ, এ্যানুয়িটি, ভবিষ্যত এবং ঘটনাপেড়ঙ্গ দায়-দায়িত্ব সম্পর্কে সেই একই বিধান প্রযোজ্য হইবে যাহা দেউলিয়া ঘোষিত কোন ব্যক্তির সম্পত্তির ড়েগত্রে আপাততঃ বলবৎ o ইত্যাদি পরিহার সকল প্রকার দেনা প্রমাণ সাপেড়েগ