পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\»\»br কোম্পানী আইন, ১৯৯৪ (২) উপ-ধারা (১) এ উলিস্নখিত কোন অপকর্মের জন্য দায়ী ব্যক্তিকে ফৌজদারী মামলায় অভিযুক্ত করা যাইবে এই কারণে এই ধারার প্রয়োগ ব্যহত হইবে না। কাগজপত্র বিনষ্টকরণ ৩৩২। অবলুপ্ত হইতেছে এমন কোন কোম্পানীর কোন পরিচালক, NQইত্যাদির দণ্ড ম্যানেজার, কর্মকর্তা অথবা প্রদায়ক যদি কোন ব্যক্তিকে প্রতারণা বা বঞ্চিত , -3 করার উদ্দেশ্যে কোম্পানীর কোন বহি বা অন্য যে কোন কাগজপত্র বিনষ্ট, ২৩ বিকৃত, পরিবর্তন অথবা মিথ্যা প্রতিপন্ন বা জাল করেন কিংবা কোম্পানীর কোন বহি, হিসাব-বহি বা অন্য বহিতে বা দলিলে মিথ্যা বা প্রতারণামূলকভাবে কোন কিছু লিপিবদ্ধ করেন বা করার কাজে জড়িত থাকেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত দণ্ডস্বরূপ অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। o অপরাধী পরিচালক ৩৩৩। (১) আদালত কর্তৃক কিংবা আদালতের তত্ত্বাবধান সাপেড়েঙ্গ কোন sor কোম্পানীর অবলুপ্তির চলাকালে আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, করা" কোম্পানীর কোন সাবেক বা বর্তমান পরিচালক, ম্যানেজার কিংবা অন্য কোন কর্মকর্তা অথবা কোন সদস্য কোম্পানী সংক্রান্ত বিষয়ে অপরাধ করার জন্য উদ্যোগে বা অবলুপ্তির ব্যাপারে স্বার্থ সংশিল্পষ্ট কোন ব্যক্তির আবেদনক্রমে, উক্ত অপরাধীকে যাহাতে লিকুইডেটর নিজে ফৌজদারীতে সোপর্দ করেন অথবা পারে । o o (২) কোন কোম্পানীর স্বেচ্ছাকৃত অবলুপ্তিকালে লিকুইডেটরের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোম্পানীর কোন সাবেক অথবা বর্তমান পরিচালক, ম্যানেজার বা অন্য কোন কর্মকর্তা কিংবা কোন সদস্য কোম্পানী সংক্রান্তা বিষয়ে অপরাধ করার জন্য ফৌজদারী আইন অনুসারে শাস্তিতা পাইবার যোগ্য, তাহা হইলে লিকুইডেটর বিষয়টি অবিলম্বে রেজিষ্ট্ররকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন এবং সংশিল্পই যে সকল দলিলপত্র ও o সেগুলি পরিদর্শন ও পরীড়গার সুবিধাসহ তাহার প্রয়োজনানুসারে তাহাকে ঐ Q সবের নকল লিকুইডেটর সরবরাহ করিবেন। o (৩) উপ-ধারা (২) অনুসারে রেজিষ্ট্রারের নিকট কোন প্রতিবেদন পাওয়ার o পর যদি তিনি উপযুক্ত মনে করেন, তাহা হইলে অধিকতর তদন্তা করিবার জন্য & বিষয়টি সরকারের নিকট প্রেরণ করিতে পারিবেন, এবং সেড়েগত্রে সরকার Q বিষয়টির উপর অধিকতর তদন্তা করিবেন এবং তৎপর যথাযথ বিবেচনা করিলে, সরকার আদালতের নিকট এই মর্মে আবেদন করিতে পারিবে যে, আইনে কোন ব্যক্তিকে যে সকল ডুগমতা প্রদানের বিধান রহিয়াছে সেই সকল ড়