পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ՎԶԳ8 (৩) উপ-ধারা (১) ও (২) তে প্রদত্ত ডুগমতার সামগ্রিকতাকে ডুলুম না করিয়া সুপ্রীম কোর্ট নিম্নলিখিত বিষয় সম্পর্কে আদালতের উপর অপিত ও আরোপিত সকল অথবা যে কোন ড়গমতা ও কর্তব্য সরকারী লিকুইডেটরের দ্বারা প্রয়োগ ও পালনের ব্যাপারে বিধি প্রণয়ন করিতে পারিবে, তবে লিকুইডেটর কর্তৃক উক্ত ভৃগমতা প্রয়োগ বা দায়িত্ব পালন সর্বদা আদালতের 。 (ক) পাওনাদার ও প্রদায়কগণের অভিপ্রায় সম্পর্কে জ্ঞাত হওয়ার লুড়্যে সভা অনুষ্ঠান ও পরিচালনা; ് (খ) প্রয়োজনবোধে প্রদায়কগণের তালিকা প্রণয়ন ও চূড়ান্ত করা এবং সদস্য বহি সংশোধন এবং কোম্পানীর পরিসম্পদ সুগ্ৰহ ও প্রয়োগ; (গ) কোম্পানীর সম্পত্তি ও নথিপত্র রর নিকট অর্পণের নির্দেশ; (ঘ) শেয়ারমূল্য বা অন্যবিধ অর্থ তলব; so (ঙ) পাওনা ও দাবী-দাওয়া প্রমাণের জনসময় নির্ধারণ : kost) তবে শর্ত থাকে যে, এইরূপে প্রণীত বিধিতে যে বিধানই করা হউক না সংশোধন এবং শেয়ারমূল্য জনবিধ অর্থ তলব করবেন না। বহি হইতে নিক্রিয় কোম্পানীর নাম বর্জন Co ಕ್ಲಿ) ৩৪৬। (১) যেঙ্গেত্রে রেজিষ্ট্রারের এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসংগত too. কৰুণ থাকে যে কোন একটি কোম্পানী ব্যবসা করিতেছে না কিংবা উলুর কাটিয়া দেওয়া কার্যবলী চালু অবস্থায় নাই, সেড়োত্রে তিনি উক্ত কোম্পানী ব্যবসা করিতেছে কি না অথবা উহা চালু অবস্থায় আছে কি না তাহা জানিবার জন্য ডাকযোগে স্পেনীতি একপালে দল। . സ് o (২) উক্ত পত্র প্রেরণের পর ত্রিশ দিনের মধ্যে কোন জবাব পাওয়া না © গেলে, রেজিষ্ট্রার উক্ত সময় অতিক্রান্ত হওয়ার পর চৌদ্দ দিনের মধ্যে, প্রথম § পত্রের কথা এবং উহার জবাব না পাওয়ার কথা উলেস্নখপূর্বক উক্ত কোম্পানীর § নিকট ডাকযোগে একটি রেজিষ্টার্ড পত্র পাঠাইবেন, যাহাতে এই মর্মে একট o সতর্কবানী থাকিবে যে, দ্বিতীয় পত্রটির স্বাড়ার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে ost যদি উহারও কোন জবাব পাওনা না যায়, তাহা হইলে কোম্পানীর নিবন্ধন বহি হইতে উক্ত কোম্পানীর নাম কাটিয়া দেওয়ার উদ্দেশ্যে সরকারী গেজেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হইবে।