পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケミ কোম্পানী আইন, ১৯৯৪ অব্যাহত রহিয়াছে বলিয়া গণ্য হইবে যেন উহার নাম কাটিয়া দেওয়া হয় নাই; এবং আদালত ন্যায়সংগত বিবেচনা করিলে যতটুকু সম্ভব কোম্পানীটির এবং সংশিল্পষ্ট সকল ব্যক্তির মর্যাদা পূর্বের ন্যায় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় এইরূপ আদেশ প্রদান করিতে এবং উক্ত আদেশে প্রাসংগিক বা অনুবর্তী এইরূপ নির্দেশ প্রদান করিতে পারবে যেন উক্ত কোম্পানীর নাম কাটিয়া দেওয়া হয় ১২ নাই। ് (৭) এই বার অফ নে পর বা মােট স্পেনীয় কি ট নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানায় অথবা নিবন্ধিকৃত কার্যালয়ে না থাকিলে, উক্ত কোম্পানীর কোন পরিচালক, ম্যানেজার কিংবা অন্য কোন কর্মকর্তার নামে অথবা কোন পরিচালক, ম্যানেজার বা কর্মকর্তার নাম ঠিকানা রেজিষ্ট্রারের জানা না থাকিলে, যাহারা কোম্পানীর সংঘস্মারকে স্বাড়ার করিয়াছিলেন উহাতে উলেস্নখিত তাহাদের প্রত্যেকের ঠিকানায় প্রেরণ করিতে হইবে। റ്റ്. ষষ্ঠ খণ্ড o নিবন্ধনকার কার্যালয় ওফিস _\o নিবন্ধনকারী কার্যালয় ৩৪৭ (১) এই আইনের অধীন কোম্পানীসমূহ নিবন্ধনের জন্য সরকার একটি কেন্দ্রীয় কার্যালয় এবং সরকারের বিবেচনায় উপযুক্ত স্থান বা স্থানসমূহে আঞ্চলিক কার্যালয় থাকিবে এবং কোম্পানী সংঘস্মারকের ঘোষণা অনুযায়ী কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয় যে নিবন্ধনকারী কার্যালয়ের অঞ্চলভুক্ত হইবে সকল জানো লইস্পেনীতিকাবাইল না । o (২) এই আইনের অধীনে কোম্পানীসমূহ নিবন্ধনের উদ্দেশ্যে সরকার জয়েন্ট রেজিষ্ট্রার, ডেপুটি রেজিষ্ট্রার, এসিস্টেন্ট রেজিষ্ট্রার বা অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে এবং তাঁহাদের কর্তব্য সম্পর্কে বিধি প্রণয়ন করিতে পারবে। s (৩) এই ধারার অধীনে নিযুক্ত ব্যক্তিগণের বেতন সরকার কর্তৃক নির্ধারিত Q হইবে। so o (৪) কোম্পানীসমূহ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অথবা তৎসংক্রান্ত § দলিলপত্র প্রমাণীকরণের নিমিত্ত সরকার এক বা একাধিক সীলমোহর প্রস্তুত - O করার নির্দেশ দিতে পারিবে । (৫) যে কোন ব্যক্তি রেজিষ্ট্রারের নিকট রঙ্গিত দলিলাদি সরকার কর্তৃক নির্ধারিত ফিস, যাহা প্রতিবারের পরিদর্শনের জন্য তফসিল-২ তে নির্দিষ্ট ফিসের বেশী হইবে না, প্রদান করিয়া পরিদর্শন করিতে পারিবেন, এবং যে কোন ব্যক্তি